উখরায় দুর্ঘটনায় প্রাণ হারালো হেলমেটবিহীন বাইক আরোহী
আমার কথা, পশ্চিম বর্ধমান, ২১এপ্রিলঃ
“সেফ ড্রাইভ সেভ লাইভ”-রাজ্য সরকারের এই কর্মসূচীকে উলঙ্ঘন করে হেলমেট বিহীন বাইক চালানোর নিজের জীবন দিয়ে মেটাতে হল এক যুবককে। মর্মান্তিক এই দুর্ঘটনা ঘটে পশ্চিম বর্ধমানের অন্ডালের খান্দরার নীলকন্ঠতলা মোড়ে। মৃত যুবক কাজল ধীবর(৩৬) খান্দ্রা গ্রামের ধীবর পাড়ার বাসিন্দা ছিল বলে জানা গেছে। ওই একই দুর্ঘটনায় আহত হয়ে হাসপাতালে এখন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে অপর এক বাইক আরোহী উজ্জ্বল ধীবর।
জানা গেছে, কাজল ও উজ্জ্বল আজ মঙ্গলবার বাইকে করে বাইকে করে খান্দরা থেকে উখরার দিকে যাচ্ছিল। প্রত্যক্ষদর্শীদের মতে দুজনের মাথায় কারুরুওই হেলমেট ছিল না। নীলকন্ঠতলা মোড়ের কাছে মোষের সাথে ধাক্কা লাগে তাদের বাইকের। দুজনেই বাইক থেকে ছিটকে পরে যায়। গুরুতর আঘাত লাগে দুজনেরই মাথায়। আহতদের উদ্ধার করে তড়িঘড়ি খান্দরা ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়। সেখানে কাজলের শারীরিক অবস্থার অবনতি হতে থাকলে তাঁকে দুর্গাপুরে একটি বেসরকারী হাসপাতালে স্থান্তরিত করা হয়। সেখানেই বিকেল ৫টা নাগাদ মৃত্যু হয় কাজলের। হাসপাতাল সুত্রে খবর কাজলের অপর বাইক সঙ্গী উজ্জ্বলের অবস্থাও আশঙ্কাজনক।