দুর্গাপুরে দামোদরের জলে ঝাঁপ দিয়ে আত্মঘাতী দম্পতি
আমার কথা, পশ্চিম বর্ধমান(দুর্গাপুর), ২৭জানুয়ারীঃ
দামোদরের জলে ঝাঁপ দিয়ে আত্মঘাতী হলেন এক দম্পতি। মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে দুর্গাপুর ব্যারেজে। এলাকাবাসীরা বাঁচানোর অনেক চেষ্টা করেও শেষ রক্ষা করা যায়নি। পরে পুলিশ এসে ওই যুগলের নিথর মৃতদেহ উদ্ধার করে নিয়ে যায়।
জানা গিয়েছে, আজ মঙ্গলবার প্রজাতন্ত্র দিবসের দিন সন্ধ্যেবেলা ওই দম্পতি একটি স্কুটিতে করে আসে দুর্গাপুরে ব্যারেজে। বেশ কিছু সময় তাঁরা দামোদরের ধারে বসে নিজেদের মধ্যে কথাবার্তা বলে। এরপর একটি ওড়না দিয়ে নিজেদের কোমরে বেধে জলে ঝাঁপ দেয়। সেই মুহূর্তে দামোদরের ধারে উপস্থিত এলাকাবাসীরা বিষয়টি দেখে ওই দম্পতিকে উদ্ধারের কাজে লেগে পড়েন। তাঁরা বাঁশ ফেলে দেন জলে যাতে সেই বাঁশ ধরে ওই যুগল ভেসে জল থেকে উঠে আসতে পারে। কিন্তু আত্মহত্যার বিষয়ে দৃঢ় প্রতিজ্ঞ ওই যুগল বাঁশ ধরার বিন্দুমাত্র চেষ্টাও করে না।
এদিকে খবর পেয়ে ঘটনাস্থলে আসে বড়জোড়া থানার পুলিশ। নৌকা নামিয়ে জলে কাঁটা দিয়ে ওই দম্পতিকে খোঁজা চেষ্টা শুরু করে। প্রায় ঘন্টা দুয়েকের চেষ্টায় ওই দম্পতিকে যখন উদ্ধার করা সম্ভব হয় ততক্ষণে ওই দম্পতির মৃত্যু হয়েছে।
সুত্র মারফত জানা গিয়েছে, ওই দম্পতি দুর্গাপুর থানার অন্তর্গত বি-জোনের চিত্রালয় বস্তিতে বসবাস করত। একটি বেসরকারী হাসপাতালে কর্মরত ছিলেন যুগল। বছর দুয়েক আগে প্রেমজ বিবাহে আবদ্ধ হন। সাংসারিক অশান্তির কারনে সম্ভবতঃ ওই দম্পতি আত্মহত্যার পথ বেছে নেন বলে পুলিশ ও দম্পতির বন্ধুদের প্রাথমিক অনুমান।