করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হল আসানসোল জেলা হাসপাতালের এক টেকনিসিয়ানের
আমার কথা, পশ্চিম বর্ধমান, ৮জুলাইঃ
এবার করোনায় মৃত্যু হল পশ্চিম বর্ধমান জেলার এক স্বাস্থ্যকর্মীর। ওই স্বাস্থ্যকর্মী আসানসোল জেলা হাসপাতালের ব্লাড ব্যাংকে টেকনিশিয়ান হিসেবে কর্মরত ছিলেন। কলকাতা মেডিক্যাল কলেজ হাসপাতালে গতকাল অর্থাৎ মঙ্গলবার ভোরে ওই টেকনিশিয়ানের মৃত্যু হয়।
প্রথম দিন থেকে জেলা হাসপাতালে এবং ঝাড়খণ্ড পশ্চিমবঙ্গ সীমান্তবর্তী এলাকায় প্রথম সারির যোদ্ধা হিসেবে করোনা সংক্রান্ত কাজে লেগেছিলেন। হাসপাতাল কর্তৃপক্ষ করোনার জন্য তাঁকে যখন যেখানে যেতে বলেছে নির্দ্বিধায় তিনি সেখানে কাজে যোগদান করেছিলেন। যখন হাসপাতালের অন্যান্য কর্মীরাও আসানসোল জেলা হাসপাতালে পরীক্ষা করছিলেন, সেই সময় হঠাৎ করেই কয়েকদিন আগে তিনি নিজেই ট্রু নাট পরীক্ষা করেন। সেখানে তাঁর রিপোর্ট পজিটিভ আসে। রিপোর্ট পজিটিভ আসার পর তাকে প্রথমে মলানদিঘির করোনা হাসপাতলে, পরে সেখান থেকে কলকাতা মেডিকেল কলেজে স্থানান্তরিত করা হয়।
প্রসঙ্গতঃ ওই স্বাস্থ্যকর্মীর পরিবারে স্ত্রী ও এক ছেলে রয়েছে। এই করোনা যোদ্ধার মৃত্যুতে গভীর শোকের ছায়া নেমে এসেছে তাঁর পরিবারে, জেলা হাসপাতাল সহ সমগ্র শিল্পাঞ্চলে, কারন তিনি ব্লাড ব্যাংকের কর্মী হওয়ার সুবাদে শিল্পাঞ্চলের সমস্ত রক্তদান শিবিরে টেকনিশিয়ান রূপে যেতেন, আর সেই কারনে তিনি বহু মানুষের খুব কাছের ছিলেন।