উখরায় কয়েক’শ বছরের পুরাতন বাড়ির পাঁচিল ভেঙে আহত মহিলা
আমার কথা, পশ্চিম বর্ধমান(অন্ডাল), ৩মেঃ
পরিত্যক্ত বাড়ি পাঁচিল ভেঙে আহত হলেন সুভদ্রা গড়াই (৫৫) নামে এক মহিলা । মঙ্গলবার সকালে ঘটনাটি ঘটে উখডরা গ্রামের পুরাতন হাটতলা ময়রা পাড়ায়।
ময়রা পাড়ায় রয়েছে স্থানীয় সরকার পরিবারের একটি পরিত্যক্ত বাড়ি। বিশাল এলাকা জুড়ে থাকা বাড়িটি কয়েক শ বছরের পুরনো। সরকার পরিবারের পরিত্যক্ত বাড়ির পাশেই রয়েছে হারাধন গড়াই এর বাডৎ। মঙ্গলবার সকাল দশটা নাগাদ পরিত্যক্ত বাড়িটির একাংশ ভেঙে পড়ে হারাধন বাবুর বাড়ির দিকে। ঘটনায় হারাধন বাবুর স্ত্রী সুভদ্রা গরাই চোট পান। তড়িঘড়ি তাকে স্থানীয় এক চিকিৎসকের কাছে নিয়ে যান পরিবারের সদস্যরা। হাতের একাংশে চিঁড় ধরেছে বলে জানান চিকিৎসক। স্থানীয়দের অভিযোগ পরিত্যক্ত বাড়িটি বিপদজনক অবস্থায় রয়েছে। এর আগেও বেশ কয়েকবার বাড়ির বিভিন্ন অংশ ভেঙে পড়ার ঘটনা ঘটেছে। বাড়িটি সংস্কার অথবা ভেঙ্গে ফেলার অনুরোধ করা সত্বেও মালিকপক্ষ কোন উদ্যোগ নিচ্ছে না বলে অভিযোগ তাদের। পুলিশ ও স্থানীয় পঞ্চায়েতের কাছে পরিত্যক্ত বাড়ির মালিকের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হবে বলে জানান হারাধন বাবু।