কয়লা পাচার করতে গিয়ে পুলিশের হাতে গ্রেফতার যুবক
আমার কথা, পশ্চিম বর্ধমান(কাঁকসা), ২২ মার্চঃ
বেআইনি ভাবে কয়লা পাচারের ঘটনায় যুক্ত থাকায় এক যুবককে গ্রেফতার করলো কাঁকসা থানার পুলিশ।
ধৃতের নাম রাবন মুর্মু,আসানসোলের বারাবনির বাসিন্দা।
পুলিশ সূত্রে জানা গেছে ধৃত যুবক সোমবার গভীর রাত্রে নিজেই একটি মারুতি ভ্যানের মধ্যে কয়লা বোঝাই করে আসানসোল থেকে পানাগড় আসার পথে কাঁকসার বাঁশকোপা টোল প্লাজা পার করার সময়, কাঁকসা থানার টহলরত ভ্যানের পুলিশ কর্মীদের সন্দেহ হলে পুলিশ গাড়িটিকে অটকে গাড়ির চালকের কাছে বৈধ কাগজ দেখতে চায়। কিন্তু গাড়ির চালক বৈধ কাগজ দেখাতে না পারায় গাড়ির চালক রাবন মুর্মুকে গ্রেফতার করে পুলিশ।
আটক করা হয় কয়লা বোঝাই মারুতি ভ্যানটিও।
মঙ্গলবার ধৃতকে দুর্গাপুর মহকুমা আদালতে পেশ করে কাঁকসা থানার পুলিশ।