সাত-সকালে ডিএসপিতে ফের দুর্ঘটনা, বাদ যেতে পারে জখম কর্মীর আঙ্গুল
আমার কথা, দুর্গাপুর, ২৪ মার্চ:
আবার দুর্ঘটনা দুর্গাপুর ইস্পাত কারখানায়।,এবার মার্চেন্ট মিল বিভাগে। রবিবার সকাল ৮:১০ নাগাদ মার্চেন্ট মিলের রাফিং মিল ৫ নং স্ট্যান্ডের রোলে ডান হাত ঢুকে গিয়ে সুভাষ চন্দ্র সাহা নামে এক স্থায়ী কর্মীর চারটি আঙ্গুল মারাত্মক ভাবে জখম হয়। তিনি মার্চেন্ট মিলের অপারেশন সেকশনে কাজ করেন। তাঁকে কারখানা থেকে দ্রুত ডিএসপি মেন হাসপাতালে নিয়ে যাওয়া হয়। হাসপাতাল সুত্রে খবর সুভাষবাবুর সুস্থতার জন্য দু-তিনটি কেটে বাদ দিতে হতে পারে। শেষ পাওয়া খবরে আশঙ্কাজনক অবস্থায় সুভাষবাবুকে দুর্গাপুরের বিধাননগরে একটি বেসরকারী হাসপাতালে স্থানান্তরিত করা হচ্ছে।
হিন্দুস্থান স্টিল এমপ্লয়িজ ইউনিয়নের(সিটু অনুমোদিত) সভাপতি বিশ্বরূপ বন্দোপাধ্যায় বলেন, “মার্চেন্ট মিলের রাফিং মিলে যে কাজটি সুভাষবাবু করছিলেন সেই কাজটি করার সময় মেশিন বন্ধ করে করা উচিত আর তা না করার জন্য এই দুর্ঘটনাটি ঘটেছে। একদিকে যেমন সুভাষবাবুর গাফিলতি রয়েছে তেমনি সেই সময় ওই কাজটির যিনি ভারপ্রাপ্ত আধিকারিক ছিলেন তিনিও তার দায় এড়াতে পারেন না। কারন মেশিন চালু রেখে কাজটি করার অনুমতি তাঁর দেওয়া উচিত হয়নি”।
তবে এ বিষয়ে দুর্গাপুর ইস্পাত কারখানার মুখ্য জনসংযোগ আধিকারিক বেদবন্ধু রায়ের সাথে যোগাযোগের চেষ্টা করে হলেও তা সম্ভব হয়নি।