ছেলেকে স্কুলে পৌঁছোতে গিয়ে দুর্গাপুরে বাসের ধাক্কায় বাবার মৃত্যু

আমার কথা, দুর্গাপুর, ২২ সেপ্টেম্বর:
মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু হল এক স্কুল পড়ুয়ার বাবার। ঘটনাটি ঘটে কোক ওভেন থানা এলাকার সঞ্জীব সরণীতে। আজ সকাল ৭.৩০ নাগাদ স্কুটিতে করে ছেলেকে নিয়ে যাচ্ছিলেন তার বাবা রাজিব শাহানা(৪২)। সেই সময় পিছন দিকে অপর একটি স্কুল বাস এসে সজোরে ধাক্কা দেয়। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে একটি বেসরকারি হাসপাতাল ও তারপর দুর্গাপুর হাসপাতালে নিয়ে যায়। চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করে রাজীব সাহানাকে।
মৃত্যুর খবর ছড়াতেই উত্তেজনা ছড়িয়ে পড়ে এলাকায়। ঘটনাস্থলে পৌঁছোয় কোকওভেন থানার পুলিশ ও দুর্গাপুর মুচিপাড়া ট্রাফিক গার্ডের পুলিশ বাহিনী। তারা পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।
ঘাতক বাসটিকে আটক করে পুলিশ, যদিও চালক পলাতক।
ঘটনাকে কেন্দ্র করে যানজট সৃষ্টি হয় সঞ্জীব স্মরণেতে।
স্থানীয়দের অভিযোগ ওই রাস্তাতে প্রতিনিয়তই দুর্ঘটনা ঘটছে। সন্ধ্যের পর স্থানীয় দুটি মদের দোকানে আসা ক্রেতারা রাস্তার উপর গাড়ি রেখে দেয় আর তার জেরে যানজট ও দুর্ঘটনা প্রায় ঘটছে। নজর দেওয়া উচিত প্রশাসনের।