বেনাচিতিতে কেপমারির ঘটনায় অভিযুক্ত গ্রেফতার ব্যান্ডেল থেকে
আমার কথা, দুর্গাপুর, ৪ মার্চ:
৪৮ ঘন্টার মধ্যেই গ্রেফতার হল কেপমারির ঘটনায় অভিযুক্ত এক ব্যাক্তি। দুর্গাপুর থানার পুলিশ তদন্তে নেমে হুগলির চুঁচুড়া থানার অন্তর্গত ব্যান্ডেলের বালিকাটা এলাকা থেকে ওই ব্যাক্তিকে গ্রেফতার করা হয়। ধৃতের নাম কালিদাস নাইডু।
প্রসঙ্গত: ২ মার্চ বেনাচিতিতে একটি ব্যাংকের সামনে রাস্তায় ১০, ২০ টাকার নোট ছড়িয়ে ট্রাঙ্ক রোডের বাসিন্দা জ্যোতিষ দাস নামে দুর্গাপুর ইস্পাত কারখানার এক অবসরপ্রাপ্ত কর্মীর ১ লক্ষ ৮০ টাকা কেপমারি হয়ে যায়। জ্যোতিষবাবু ওই টাকা তার নির্মিয়মান বাড়ির কাজের জন্য ব্যাংক থেকে তুলে নিয়ে যাচ্ছিলেন। ঘটনার পরেই খবর দেওয়া হয় পুলিশকে। দুর্গাপুর থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে সব কিছু খতিয়ে দেখে। সংগ্রহ করে সিসিটিভি ক্যামেরার ফুটেজ। সেই ফুটেজের সুত্র ধরে ব্যান্ডেলের বালিকাটা থেকে রবিবার কালিদাস নাইডুকে গ্রেফতার করে পুলিশ। আজ সোমবার ধৃতকে দুর্গাপুর মহকুমা আদালতে তোলা হলে বিচারক ১৪ দিনের পুলিশী হেফাজতের নির্দেশ দেন। তবে কালিদাসের সাথে আরো দুজন রয়েছে বলে পুলিশ সুত্রে জানা গিয়েছে। তাদের খোঁজ চালাচ্ছে পুলিশ।