অধীরকে সাসপেন্ড, প্রতিবাদে মোদির কুশপুতুল দাহ কাঁকসায়
আমার কথা, কাঁকসা, ১২ আগস্ট:
মনিপুরের ঘটনার প্রতিবাদ জানাতে গিয়ে কংগ্রেসের সাংসদ অধীর রঞ্জন চৌধুরীকে অনির্দিষ্টকালের জন্য সাসপেন্ড করা হয়েছে।
কংগ্রেসের সাংসদ অধীর রঞ্জন চৌধুরীকে লোকসভা চলাকালীন সাসপেন্ড করার প্রতিবাদে পানাগড় বাজারে বিক্ষোভ মিছিল করলেন কংগ্রেসের কর্মী সমর্থকরা।
এদিন কাঁকসা ব্লক কংগ্রেসের পক্ষ থেকে পানাগড় বাজারে একটি প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হয় সকাল ১১টা থেকে।
এরপর কাঁকসার মাছ বাজারের কাছে পুরাতন জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখানোর পাশাপাশি ভারতের প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদির কুশ পুতুল দাহ করে বিক্ষোভ দেখান কংগ্রেসের কর্মী সমর্থকরা।
কংগ্রেসের রাস্তা অবরোধ করে বিক্ষোভের জেরে পুরাতন জাতীয় সড়কে যান চলাচল বন্ধ হয়ে পড়ে।
খবর পেয়ে ঘটনাস্থলে কাঁকসা থানার পুলিশ পৌঁছে বিক্ষোভকারীদের সরিয়ে দেয়।
এরপর কংগ্রেস কর্মীরা রাস্তার ধারে দাঁড়িয়ে পথসভা করেন।
এদিন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কাঁকসা ব্লকের কংগ্রেসের ব্লক সভাপতি পূরব ব্যানার্জি, জেলা কংগ্রেসের সাধারণ সম্পাদক দেবাশীষ বিশ্বাস , ব্লকের কার্যকরী সভাপতি মোজাম্মেল হক, ব্লকের সাধারণ সম্পাদক ধর্মেন্দ্র শর্মা, ত্রিলোক চন্দ্রপুর অঞ্চলের সভাপতি শফিকুল রহমান সহ অন্যান্যরা।