জাতীয় সড়কে গাড়ির ধাক্কায় আদিবাসী যুবকের মৃত্যু, অবরোধ
আমার কথা, আসানসোল, ২৯ জুলাই:
আসানসোলের কুলটি থানার চৌরঙ্গী ফাঁড়ির অন্তর্গত লছমনপুর বজরংবলী কাঁটার সামনে ১৯নম্বর জাতীয় সড়কে ঘটে পথ দুর্ঘটনা।
জানা যায় সঞ্জিত মুর্মু (২৪)লছমনপুর গ্রামের বাসিন্দা সোমবার দুপুরে রাস্তা পারাপার করার সময় দ্রুত গতিতে একটি চারচাকা গাড়ি ধাক্কা মারে তাকে। ঘটনাস্থলে লুটিয়ে পড়ে ঐ যুবক। পুলিশ পৌঁছে সঞ্জিতকে উদ্ধার করে চিকিৎসার জন্য আসানসোল জেলা হাসপাতালে পাঠায়। কর্তব্যরত চিকিৎসক ঐ যুবককে মৃত ঘোষণা করেন। জানা যায় আসানসোল দিক থেকে ধানবাদ গামী রাস্তায় ঘটে এই দুর্ঘটনা। ঐ যুবক কে ধাক্কা মারার পর চারচাকা গাড়িটি আরো একটি মোটরবাইককে ধাক্কা মারে বলে জানা যায়। মোটর বাইকে দুজন ছিলো তাঁদের কেও চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়। যদিও পুলিশ ঘাতক চারচাকা গাড়িটি আটক করে পুলিশ। ঘটনার পর প্রায় ৩০মিনিট ১৯নম্বর যাতীয় সড়ক লছমনপুর বজরংবলী কাটা সংলগ্ন ধানবাদগামী জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখান এলাকার মানুষ। ঘটনাস্থলে কুলটি থানার চৌরাঙ্গি ফাঁড়ির পুলিশ ও কুলটি ট্রাফিকগার্ডের পুলিশ পৌঁছোয় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে। প্রায় ৩০মিনিট রাস্তা অবরোধ চলার পর পুলিশের আশ্বাসে রাস্তা অবরোধ উঠে যায়।