দুর্গাপুর আদালতের বর্ষীয়ান আইনজীবির দেহাবসান
আমার কথা, দুর্গাপুর, ৬ অক্টোবর:
দুর্গাপুর মহকুমা আদালতের প্রবীণ আইনজীবী প্রদীপ কুমার রায় গত কাল শেষ নি:শ্বাস ত্যাগ করলেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৪ বছর। বয়সজনিত কারনে তাঁর মৃত্যু হয়। এই বর্ষীয়ান প্রবীন আইনজীবির মৃত্যুতে দুর্গাপুর মহকুমা আদালতে শোকের ছায়া নেমে আসে। আজ দুর্গাপুর বার অ্যাসোসিয়েশন প্রয়াত প্রদীপ বাবুর প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করে এবং শোকস্তব্দ পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে আজ আদালতের কাজে অংশ গ্রহণে মুলতবি প্রস্তাব গ্রহণ করেন।
প্রদীপ বাবু মূলত দুর্গাপুর ট্যাক্সবারের সাথে যুক্ত ছিলেন। তার এক মাত্র কন্যা মিঠু রায় একজন আইনজীবী হিসাবে দুর্গাপুর আদালতে যুক্ত আছেন।
দুর্গাপুরের বিধাননগরে তিনি বসবাস করতেন। প্রদীপ বাবুর স্ত্রী বর্তমানে রয়েছেন। তিনিও অসুস্থ আছেন। প্রদীপবাবুর দক্ষতার কারনে দুর্গাপুর মহকুমা আদালত সহ সাধারন মানুষের কাছে তিনি জনপ্রিয় ছিলেন। দক্ষতার সাথে তিনি আদালতে বহু বছর কাজ করেছেন।