বেনাচিতির পর এবার কন্টেইনমেন্ট জোন হল সিটি সেন্টারে
আমার কথা, পশ্চিম বর্ধমান, ২০জুলাইঃ
দুর্গাপুরের সেপকো টাউনশিপ, বেনাচিতির পর এবার শহরের প্রাণকেন্দ্র সিটি সেন্টারের দুইটি এলাকাকে কন্টেইনমেন্ট জোন ঘোষণা করা হল। গতকাল রবিবার রাতে সিটি সেন্টারের ম্যাক্সমুলার পথ ও অহল্যাবাঈ পথ এই দুটি জায়গাকে কন্টেইনমেন্ট জোন ঘোষণা করে বাঁশের ব্যারিকেড দিয়ে ঘিরে দেওয়া হয়। সাথে জীবানুনাশক স্প্রেও করা হয় এলাকা দুটিতে।
প্রসঙ্গতঃ ম্যাক্সমুলার পথে একজন মেডিক্যাল রিপ্রেজেন্টেটিভ ও তার পরিবারের সদস্যরা করোনায় আক্রান্ত হন। এদিকে অহল্যাবাঈ পথেও এক চিকিৎসক ও তার পরিবারের সদস্যরা করোনায় আক্রান্ত হন। বিষয় দুটি জানাজানি হতেই আতঙ্ক ছড়িয়ে পড়ে সমগ্র সিটি সেন্টার জুড়ে। এরপরেই ওই এলাকা দুটি কন্টেইনমেন্ট জোন ঘোষণা করে বাঁশের ব্যারিকেড দিয়ে দেওয়া হয়।
এদিকে শহর দুর্গাপুরে ক্রমশ বাড়ছে করোনায় আক্রান্তের সংখ্যা। তবে বিষয়টি যাতে নাগালের বাইরে না বেরিয়ে যায় তাই রবিবার মহকুমা প্রশাসন, পুলিশ প্রশাসন ও দুর্গাপুর নগর নিগম একটি বৈঠক করে। সেই বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয় আজ থেকে দুর্গাপুরের বিভিন্ন বাজার সহ দোকানপাট সকাল ৮-১পর্যন্ত্য খোলা থাকবে। শুধু তাই নয় পুলিশ প্রশাসনের তরফেও আশ্বাস দেওয়া হয় শহরে এবার মাস্ক অভিযান খুব কড়া মনোভাবের সাথে চালানো হবে।
আসান্সোল-দুর্গাপুর পুলিশ কমিসনারেটের ডিসিপি(পূর্ব) অভিষেক গুপ্তা সিটি সেন্টারের কন্টেইনমেন্ট জোন দুটি পরিদর্শনে গিয়ে জানান যে, “এখনও পর্যন্ত্য এই দুটি জায়গায় কোনো কমিউনিটি সংক্রমন নেই। তআও আমরা বিষয়টি নজরে রাখছি। এছাড়াও ডিসিপি(পূর্ব) আরো জানান যে, আমরা মাস্ক অভিযান চালাচ্ছি প্রতিদিন। বেশ কয়েকজনকে আটকও করা হয়েছে।”