গোপালপুর পঞ্চায়েতের ঘটনায় দ্বিতীয় দিনেও জারি রইল আদিবাসীদের আন্দোলন
আমার কথা, পশ্চিম বর্ধমান, ৭জুলাইঃ
পুলিশ প্রশাসনের তরফে ৪৮ ঘন্টা সময় বেধে দেওয়া হয় অভিযুক্তদের গ্রেফতার করা হবে বলে। এই প্রতিশ্রুতি পাওয়ার পরেই আপাতত শান্ত হন বিক্ষুব্ধ আদিবাসী সম্প্রদায়ের মানুষজন। যদিও এখনও বেশ উত্তপ্ত হয়ে রয়েছে কাঁকসা ব্লকের গোপালপুর পঞ্চায়েত। আজ মঙ্গলবার দুপুরে ফের ওই পঞ্চায়েতে বসবাসকারী আদিবাসী মানুষজন তির, ধনুক, টাঙ্গি নিয়ে কাঁকসা থানায় উপস্থিত হয়ে বিক্ষোভ দেখাতে থাকেন পুলিশ প্রশাসনের বিরুদ্ধে। তাদের অভিযোগ পুলিশ যে পাঁচজন আদিবাসী যুবককে আটক করে থানায় নিয়ে গেছে তাদের অবিলম্বে মুক্ত করতে হবে, সাথে কেন তাদের আটক করা হল তারও জবাব দিতে হবে। এছাড়াও গতকালের ঘটনায় পঞ্চায়েতের সেক্রেটারী সুব্রত মজুমদারকে পুলিশ গ্রেফতার করলেও এখনও পঞ্চায়েত প্রধান সহ আরো কয়েকজন অভিযুক্তকে পুলিশ গ্রেফতার করেনি। অবিলম্বে তাদের গ্রেফতারেরও দাবি জানান আদিবাসীরা। এর পাশপাশি তাদের আরো অভিযোগ, গতকাল রাতে যখন আদিবাসী সম্প্রদায়ের মহিলারা পঞ্চায়েত দপ্তর থেকে বাড়ি ফিরছিলেন তখন তাদের উপর কয়েকজন দুষ্কৃতি চড়াও হয়ে তাদের মারধর করে বলে অভিযোগ। অভিযোগকারীদের অনুমান গতকালের ঘটনার প্রতিবাদ জানানোর কারনেই তাদের উপর এই হামলা হয়েছে। তাই অবিলম্বে সেই দুষ্কৃতিদেরও গ্রেফতার করতে হবে।
পরে তাঁরা জানান যে, পুলিশের তরফে ৪৮ ঘণ্টা সময় চেয়ে নেওয়া হয়েছে তাদের দাবি মেনে নেওয়ার জন্য। এরপরেই আন্দোলনকারীরা থানা ছেড়ে চলে যান। তবে সাথে তাঁরা এও হুঁশিয়ারি দেন যে পুলিশ যদি প্রতিশ্রুতি ভঙ্গ করে তাহলে তাঁরা আগামীদিনে বড় আন্দোলনের পথে পা বাড়াবেন। তাঁরা জাতীয় সড়ক অবরোধেরও হুমকি দিয়ে রাখেন।