শহরে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ, দুর্গাপুরে মশারি নিয়ে প্রতিবাদ বামেদের
আমার কথা, দুর্গাপুর, ৩১ জুলাই:
দুর্গাপুরে দিন দিন বাড়ছে ডেঙ্গুর প্রকোপ, এই অভিযোগ তুলে সিপিআইএম দুর্গাপুর পূর্ব দু’নম্বর এরিয়া কমিটির তরফ থেকে এক প্রতিবাদ বিক্ষোভ সমাবেশের আয়োজন করা হলো সোমবার বিকেলে। সগরভাঙ্গায় দুর্গাপুর নগর নিগম চার নম্বর বোরো অফিস সামনে মশারি নিয়ে বিক্ষোভ দেখায় বাম কর্মী সমর্থকেরা। তাদের অভিযোগ দুর্গাপুর নগর নিগম এর নির্বাচন সঠিক সময়ে না হওয়ায় পুর পরিষেবা সঠিকভাবে মিলছে না এক বছর ধরে। সমস্ত ওয়ার্ডে নিকাশি নালা পরিষ্কার থেকে শুরু করে নোংরা আবর্জনা পরিষ্কার-পরিষেবা দিতে অক্ষম হচ্ছে পৌরসভা। পাশাপাশি সরকারি প্রকল্প বিভিন্ন বার্ধক্য ভাতা বিধবা ভাতা সহ বিভিন্ন প্রকল্প সঠিক ভাবে মিলছে না। বিভিন্ন দাবি-দাওয়া নিয়ে এদিনের প্রতিবাদ বিক্ষোভ সমাবেশের আয়োজন। বিক্ষোভের নেতৃত্ব দেন সিপিআইএম দুর্গাপুর পূর্ব দুই এরিয়া কমিটির সম্পাদক সিদ্ধান্ত বসু ,উপস্থিত ছিলেন সিপিআইএমের জেলা কমিটির সদস্য পঙ্কজ রায় সরকার।