কেন্দ্রের বিরুদ্ধে সোচ্চার তৃণমূলের দুর্গাপুরে অবস্থান বিক্ষোভ
আমার কথা, দুর্গাপুর, ৬ আগস্ট:
কেন্দ্রীয় সরকারের বাংলাকে বঞ্চনা ও বিজেপি নেতাদের চক্রান্তের প্রতিবাদে একশ দিনের কাজের পারিশ্রমিকের বকেয়া টাকা, আবাস যোজনার বকেয়া অর্থের দাবিতে ২ নং ব্লক তৃণমূল কংগ্রেস থেকে রবিবার দুপুরে অবস্থান বিক্ষোভ করা হয় সিগিসেন্টারে। এই অবস্থান বিক্ষোভে উপস্থিত ছিলেন দু’নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি উজ্জ্বল মুখার্জী, প্রাক্তন পুর পিতা রমা প্রসাদ হালদার , মহিলা তৃণমূল কংগ্রেস জেলা সভাপতি অসীমা চক্রবর্তী, দুর্গাপুর পুরসভার প্রশাসক মন্ডলীর সদস্য ধর্মেন্দ্র যাদব ও তৃণমূল নেতৃবৃন্দ।