খনি অঞ্চল থেকে ভোট প্রচার শুরু বিজেপি প্রার্থীর
আমার কথা, অন্ডাল, ১২ এপ্রিল:
আসানসোল লোকসভা কেন্দ্রে প্রার্থী হিসেবে এস,এস আহলুওয়ালিয়ার নাম ঘোষণা করেছে বিজেপি দল। নাম ঘোষণার পর বৃহস্পতিবার বিকেলে তিনি বিমানে দিল্লি থেকে নিজের কেন্দ্রে আসেন। আজ শুক্রবার থেকে তিনি নেমে পড়লেন ভোট প্রচারে। অন্ডাল মোড় থেকে এদিন তিনি প্রচার শুরু করেন। বেলা দশ’টা নাগাদ তিনি হুড খোলা গাড়িতে করে এসে পৌঁছান অন্ডাল গ্রাম মোড়ে। সেখানে আগে থেকেই জড়ো হয়েছিল বেশ কিছু বিজেপি কর্মী সমর্থক। তারা প্রার্থীকে স্বাগত ও সম্বর্ধনা জানান। তারপর সেখান থেকে তিনি পাড়ি দেন রানীগঞ্জের উদ্দেশ্যে। রানীগঞ্জ মোড়, চাঁদা মোড়, কালীপাহাড়ি মোড় হয়ে তিনি যান ঘাগরবুড়ি মন্দির। সেখানে মন্দিরে পূজো দিয়ে নির্ধারিত সূচী অনুযায়ী প্রচারে বেরিয়ে পড়েন বিজেপি প্রার্থী আহলুওয়ালিয়া। এদিন প্রচারে এসে সাংবাদিকদের মুখোমুখি হন তিনি। তৃণমূলের অবাঙালি, বহিরাগত মন্তব্যের উত্তরে তিনি বলেন এটা ওদের পার্টি, ওদের বিচারধারা, ওদের পছন্দ-অপছন্দ তার জন্য ওদেরকে সেলাম জানাই।