রাতে ফোনে মেসেজ সকাল হলেই দিতে হবে সমস্ত ফি, প্রতিবাদে দুর্গাপুরে বেসরকারী স্কুলে বিক্ষোভ অভিভাবকদের
আমার কথা, পশ্চিম বর্ধমান(দুর্গাপুর), ৮অক্টোবরঃ
আচমকাই রাতের বেলা অভিভাবকদের ফোনে মেসেজ স্কুলের দশম ও দ্বাদশ শ্রেণীর পড়ুয়াদের রেজিস্ট্রেশন করাতে হবে সাথে বকেয়া সমস্ত ফি জমা করতে হবে পরের দিনই আর স্কুলের এই নির্দেশের রীতিমতো বিপেয়াকে পড়ে স্কুলের সামনে আজ বৃহস্পতিবার বিক্ষোভ দেখালেন দুর্গাপুরের সেপকো টাউনশিপ লাগোয়া একটি বেসরকারী ইংরেজী মাধ্যম সজুলের অভিভাবকরা। তাদের দাবি পরীক্ষার রেজিস্ট্রেসন বাবদ যে টাকা লাগবে তা তাঁরা দিতে রাজী আছেন কিন্তু করোনার কারনে লকদাউনের দরুন অনেক অভিভাবকেরই আর্থিক অবস্থা খারাপ হয়ে যাওয়ার জন্য তাঁরা মাসিক ফি দিতে পারবেন না বলে স্কুলের কাছে আর্জি জানান।
ওই স্কুলের এক পড়ুয়ার অভিভাবক রবি আড্ডি জানান, গতকাল অর্থাৎ বুধবার রাত ৯টার পর স্কুলের ফশম ও দ্বাদশ শ্রেণীর পড়ুয়াদের প্রতিটি অভিভাবকের কাছে ফনে মেসেজ যায় এই মর্মে যে, দশম এবং দ্বাদশ শ্রেণীর পড়ুয়াদের রেজিস্ট্রেশন করতে হবে এবং ফি দিতে হবে বৃহস্পতিবারের মধ্যে। এক রাতের মধ্যে এই ধরনের মেসেজ যাওয়ায় সমস্যায় পড়েন অভিভাবকরা। তাই আজ সকালে তাঁরা স্কুলের সামনে বিক্ষোভে সামিল হন। খবর এয়ে ঘটনাথলে পৌঁছোয় দুর্গাপুর থানার পুলিশ। পরে পুলিশের মধ্যস্থতায় পরিস্থিতি শান্ত হয়। দুর্গাপুর থানায় অভিভাবকদের নিয়ে একটি বৈঠক হবে বলে জানান অভিভাবক রবি আড্ডি।