গ্রামবাসীকে মারধরের অভিযোগ ইসিএল আধিকারিকের বিরুদ্ধে-নেপথ্যে “কাটমানি”?
আমার কথা, পশ্চিম বর্ধমান(পান্ডবেশ্বর), ৩০জানুয়ারীঃ
এক গ্রামবাসীকে মারধরের অভিযোগ উঠল ইসিএলের এক আধিকারিকের বিরুদ্ধে। অভিযুক্তের বদলির দাবিতে খনির উৎপাদন বন্ধ রেখে বিক্ষোভ দেখালো স্থানীয়রা। ঘটনাটি কুমারডিহি “বি”- কোলিয়ারি-র।রবিবার ইসিএলের বাকোলা এরিয়ার কুমারডিহি “বি”- কোলিয়ারি-তে এক আধিকারিকের বিরুদ্ধে গ্রামবাসীকে মারধরের ঘটনায় উত্তেজনা ছড়ায । ঘটনা সুত্রে জানা যায়, কুমারডিহি কোলিয়ারির সম্প্রসারণের জন্য জমি অধিগ্রহণ প্রক্রিয়া চলছে। চলতি মাসের ২১ তারিখ জমির বিনিময়ে চাকরির দাবিতে কোলিয়ারি চত্বরে বিক্ষোভ দেখিয়েছিল জমিদাতাদের একাংশ। সেই বিরোধ এখনো মেটেনি। এর মধ্যে আজ রবিবার কুমারডিহি গ্রামের বাসিন্দা বাপ্পাদিত্য মুখোপাধ্যায় কোলিয়ারি সার্ভেয়ার তুষার কান্তি মণ্ডলের সাথে চাকরির বিষয় নিয়ে আলোচনা করতে যান। ফেরার পথে তুষার কান্তি বাবুর নেতৃত্বে বেশ কয়েকজন বাপ্পাদিত্য বাবু-র ওপর চড়াও হন বলে অভিযোগ। ঘটনার কথা জানাজানি হতেই কোলিয়ারি চত্বরে জড়ো হন ক্ষুব্ধ বাসিন্দা্রা। কোলিয়ারির উৎপাদন বন্ধ করে অভিযুক্তের বদলি ও শাস্তির দাবি জানান তারা। ঘটনাটি ঘিরে বেশ কয়েক ঘন্টা কোলিয়ারি অচল থাকে।
স্থানীয় বাসিন্দা প্রবীর ব্যানার্জি জানান, অভিযুক্ত সাভিয়ার তুষারকান্তি বাবু জমির বিনিময় চাকরির জন্য গ্রামবাসীদের কাছ থেকে কাট মানি চাইছেন। তা না পেয়ে বহিরাগতদের এনে জমিদাতাদের ভয় দেখানোর চেষ্টা করছেন তিনি। যদিও তুষারকান্তি বাবু তার বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ অস্বীকার করেন।
সংশ্লিষ্ট কোলিয়ারির ম্যানেজার পল্লব ব্যানার্জি বলেন আজকের ঘটনার সাথে সংস্থার কোন সম্পর্ক নেই। এটা দু’জনের ব্যক্তিগত ঝামেলার বিষয়। উৎপাদন ব্যাহত হওয়ায় সংস্থার আর্থিক ক্ষতি হলো বলে জানান পল্লব বাবু।