অমিত শাহের সভায় বিজেপিতে যোগ শুভেন্দু সহ আরো সাংসদ বিধায়করা, তাঁরা কারা?
আমার কথা, পশ্চিম মেদিনীপুর, ১৯ডিসেম্বরঃ
জল্পনার অবসান। মেদিনীপুরের মঞ্চে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর অমিত শাহের পাশে শুভেন্দু অধিকারী।মেদিনীপুর কলেজ মাঠে অনুষ্ঠিত অমিত শাহের সভায় যোগ দিলেন শুভেন্দু অধিকারী। শাহের পাশে তাকে বসতে দেখা গেলো। করতালিতে স্বাগত জানানো হলো শুভেন্দুকে। আনুষ্ঠানিকভাবে বিজেপিতে যোগ দিলেন শুভেন্দু। অমিত শাহ দলীয় পতাকা তুলে দিলেন শুভেন্দুর হাতে।
এছাড়াও এদিন ওই একই সভামঞ্চে আরো একজন সাংসদ, একজন প্রাক্তন প্রাক্তন সাংসদ ও ১০জন বিধায়ক বিজেপিতে যোগ দিলেন। যারা যারা বিজেপিতে যোগ দিলেন তাঁরা হলেন-
১) তাপসী অধিকারী, হলদিয়া
২) অশোক দিন্দা, তমলুক
৩) সুদীপ মুখোপাধ্যায়,পুরুলিয়া
৪) সৈকত পাঁজা, বর্ধমান,
৫) শীলভদ্র দত্ত, ব্যারাকপুর
৬) দীপালি বিশ্বাস, গাজল
৭) সুকরা মুন্ডা, নাগারকাটা
৮) শ্যামাপদ মুখোপাধ্যায়, বিষ্ণুপুর,
৯) বিশ্বজিৎ কুন্ডু, কালনা
১০) বনশ্রী মাইতি, কাঁথি(উত্তর)