কাঁকসা ব্লকে খাস জমি নিয়ে বিজেপি তৃণমূলের চাপানউতোর
আমার কথা, পশ্চিম বর্ধমান(কাঁকসা), ৮ফেব্রুয়ারীঃ
এক গাড়ি বালি আনতে গেলে দিতে হয় ভাইপো ট্যাক্স,কাঁকসায় বিজেপির দলীয় সভায় এমনটাই দাবি করলেন সদ্য বিজেপিতে যোগ দেওয়া বর্ধমান পূর্বের তৃণমূল সাংসদ সুনীল কুমার মন্ডল। তিনি আরও বলেন এ রাজ্যে জমি বলতে কিছুই থাকবে না, সবই তৃণমূল নেতারা বিক্রি করে দেবে। সমস্ত খাস জমি তৃণমূলের দখলে। টাকা দিলেই জমি মিলবে এমনটাই দাবি করে পানাগড়ের সভা থেকে বললেন বিজেপি নেতা সুনীল কুমার মণ্ডল।
অন্যদিকে সুনীল মন্ডলের এহেন দাবির প্রেক্ষিতে কাঁকসা ব্লকের তৃণমূল সভাপতি দেবদাস বক্সি বলেন সুনীল মন্ডল উদ্দেশ্য প্রণোদিত ভাবে মিথ্যা কথা বলে প্রচারে আসতে চাইছেন। বালি থেকে যে পরিমান রাজস্ব আদায় হয় সেই টাকা এর আগে কোনো রাজ্য সরকার আদায় করতে পারে নি আজ পর্যন্ত্য। এছাড়াও তৃণমূল নেতারা কোথাও জমি বিক্রি করেনি বা খাস জমি দখল করে নেই ।রাজ্য সরকার প্রকৃত গরিব মানুষদের হাতে পাট্টা বিলি করছে।
তবে যিনি এই সব কথা বলছেন আয়নায় তার নিজের মুখটা দেখা উচিৎ। তিনি শুধু দল বদল করে নিজের ব্যক্তি স্বার্থ চরিতার্থ করেছেন। তবে এই সমস্ত লোকের বিষয়ে কথা বলে সময় নষ্ট না করাই উচিৎ।