লকডাউনের নিয়ম ভাঙ্গার অভিযোগে লাউদোহায় গ্রেপ্তার ১৬
লকডাউনের নিয়ম ভাঙ্গার অভিযোগে পশ্চিম বর্ধমানের ফরিদপুর(লাউদোহা) থানার পুলিশ ১৬ জন ব্যাক্তিকে গ্রেপ্তার করে। আজ সোমবার তাদের দুর্গাপুর মহকুমা আদালতে তোলা হয়।
রাজ্য তথা দেশে করোনা সংক্রমণ এড়াতে লকডাউনের সময়সীমা বাড়িয়ে দেওয়া হয়েছে। বার বার আর্জি জানানো হচ্ছে যাতে সকলে ঘরে থাকেন আর অত্যাবশ্যকীয় কাজ ছাড়া যেন কেউ বাইরে না বের হন। মানুষদের মধ্যে লকডাউনের প্রয়োজনীয়তা নিয়ে সচেতনতা বাড়াতে পুলিশের পক্ষ থেকে নানা রকম উদ্যোগ নেওয়া হচ্ছে। কিন্তু তারপরেও বেশ কিছু মানুষ বেপ্রোয়াভাবে বাড়ির বাইরে ঘুরে বেড়াচ্ছেন। এদিকে লকডাউনের সময়সীমা বাড়িয়ে দেওয়ার সাথে সাথে মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় পুলিশ প্রশাসনকে লকডাউন নিয়ে আরো বেশী কড়া হওয়ার নির্দেশ দিয়েছেন। মুখ্যমন্ত্রীর নির্দেশ অনুযায়ী তাই পুলিশের পক্ষ থেকে সেই সমস্ত বেপরোয়া মানুষদের লকডাউনের নিয়ম মানানোর জন্য বেশ কড়া ভূমিকা নিতে দেখা যাচ্ছে। সেরকমই চিত্র দেখা গেল ফরিদপুর থানার পুলিশের ক্ষেত্রেও। ওই থানার অন্তর্গত নবঘনপুর, সরপি মোড়, ঝাঁঝরা ওল্ড কলোনি সহ একাধিক জায়গা থেকে নিয়ম ভাঙার অভিযোগে ১৬ জন কে আটক করেছে পুলিশ। এদের বিরুদ্ধে অপ্রয়োজনে বাইরে বের হওয়া, সামাজিক দূরত্ব বোঝাই রাখার নিয়ম না মানা সহ একাধিক অভিযোগে মামলা রুজু করেছে পুলিশ।