টাকা নিয়ে ঝামেলায় মারধর, গ্রেফতার অভিযুক্ত
আমার কথা, কাঁকসা, ১৭ আগস্ট:
এক ব্যক্তিকে মারধরের অভিযোগে কাঁকসার রাজবাঁধ স্টেশন সংলগ্ন এলাকা থেকে আপ্পু কুমার দাস নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করল কাঁকসা থানার পুলিশ। ধৃত আপ্পু কুমার দাস কে বৃহস্পতিবার সকাল ১১টা নাগাদ দুর্গাপুর মহকুমা আদালতে পেশ করে কাঁকসা থানার পুলিশ।
কাঁকসা থানার পুলিশ সূত্রে জানা গেছে ধৃত আপ্পু কুমার দাস ঝাড়খণ্ডের বাসিন্দা। দীর্ঘ কয়েক বছর ধরে তিনি কাজের সূত্রে কাঁকসার রাজবাঁধ স্টেশন সংলগ্ন এলাকায় বসবাস করছেন।
জানা গেছে বুধবার দুপুরে তাপস মন্ডল নামের এক ব্যক্তিকে মারধর করেন আপ্পু কুমার দাস।
কাঁকসার গোপালপুরের বাসিন্দা তাপস মন্ডল কাঁকসা থানায় বুধবার আপ্পু কুমার দাসের বিরুদ্ধে লিখিত অভিযোগ জানান।
অভিযোগ পত্রের লেখা হয়েছে তিনি একটি পুরাতন ফ্রিজ কেনার জন্য আপু কুমার দাসকে টাকা দিয়েছিলেন।।
বেশ কিছুদিন ধরে তিনি পুরাতন ফ্রিজ হাতে না পেয়ে তার টাকা ফেরত চাইতে গিয়েছিলেন।
তখনই রাজবাঁধ স্টেশনের কাছে তাকে মারধর করা হয় বলে অভিযোগ।
এরপরই তিনি কাঁকসা থানায় লিখিত অভিযোগ দায়ের করলে। কাঁকসা থানার পুলিশ বুধবার রাত্রে আপ্পু কুমার দাস কে রাজবাঁধ স্টেশন সংলগ্ন এলাকা থেকে গ্রেফতার করে আজ মহাকুমা আদালতে পেশ করে।