আসানসোলে আগ্নেয়াস্ত্র সহ গ্রেফপ্তার ব্যাক্তি
- আমার কথা, পশ্চিম বর্ধমান(আসানসোল), ৩০ মার্চঃ
আগ্নেয়াস্ত্র সহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করল সালানপুর থানার রূপনারায়নপুর ফাঁড়ির পুলিশ। মঙ্গলবার রাতে লোয়ার কেশিয়া থেকে নামোকেশিয়ার দিকে যাওয়ার রাস্তায় ছাতিম ডাঙার কাছে ওই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। ধৃত ব্যক্তির নাম জয়ন্ত সরকার। তার বাড়ি সালানপুর থানার নামোকেশিয়া এলাকায়। পুলিশ সূত্রে জানা গিয়েছে গতকাল রাতে নিয়মমাফিক নাকা চেকিং চলছিল রূপনারায়নপুর এলাকায়। সেই সময় নামোকেশিয়া দিক থেকে এক ব্যক্তি মোটরসাইকেল নিয়ে আসছিলেন। তাকে দেখে পুলিশের সন্দেহ হয়। পুলিশ তাকে থামাতে চাইলে ওই ব্যক্তি মোটরসাইকেলের স্পিড বাড়িয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এরপরই পুলিশ থাকে ধরে ফেলে। তল্লাশি চালাতে ওই ব্যক্তির কাছ থেকে একটি দেশি পাইপগান, দুটি তাজা কার্তুজ উদ্ধার করেছে পুলিশ। ওই ব্যক্তির বাইকটিকেও আটক করা হয়েছে। আজ তাকে আসানসোল মহকুমা আদালতে পাঠানো হয়।