“জল বাঁচান-গাছ বাঁচান” বার্তা নিয়ে ভারত ভ্রমণে বেরিয়ে দুর্গাপুর ছুঁয়ে গেলেন অরূপ
আমার কথা, পশ্চিম বর্ধমান(দুর্গাপুর), ২৪ জানুয়ারীঃ
“জল বাঁচান”, ” গাছ বাঁচান” সাধারন মানুষকে এই বার্তা দিতে ভারত ভ্রমণে বেরিয়ে আজ সোমবার দুর্গাপুরে এসে পৌঁছোন অরূপ বিশ্বাস(৩৫)। উত্তর ২৪ পরগণার বীজপুরের বাসিন্দা এই যুবক দু দিন হল বাড়ি থেকে সাইকেলে করে রওনা দেন ভারত ভ্রমণের উদ্দেশ্যে। আঠারো মাসের মধ্যে তিনি এই ভ্রমণ সম্পূর্ণ করার সিদ্ধান্ত নিয়েছেন বলে জানান। তবে অরূপবাবু এও বলেন যে প্রতিটি জেলার দশটি দর্শণীয় স্থান তিনি দেখবেন সাথে জল বাঁচান গাছ বাঁচান এই বার্তাও দেবেন। তবে এই কর্মসূচী সম্পূর্ণ করতে যদি আরো এক দু মাস বেশি লাগে তাতেও তিনি পিছ পা হবেন না। পুরো ভ্রমণ সম্পূর্ণ করে তবেই বাড়ি ফিরবেন। পাশাপাশি তিনি এও জানান যে সব জায়গা তিনি ভ্রমণ করবেন, সেই সকল দর্শণীয় স্থানের ছবি তিনি তাঁর সোশ্যাল মিডিয়ার পেজে দেবেন যাতে সকলে সেগুলো ঘরে বসেই দেখতে পারেন।