সংবাদ বা সামজিক মাধ্যমে ভুয়ো খবর বা পোস্টের বিরুদ্ধে এবার কড়া পদক্ষেপ আসানসোল দুর্গপুর পুলিশের
আমার কথা, পশ্চিম বর্ধমান, ২৮এপ্রিলঃ
বর্তমানে সোশ্যাল মিডিয়া অর্থাৎ সামাজিক মাধ্যম বা গণমাধ্যম মানুষের জীবনে একটি বড় ভূমিকা পালন করছে। মুঠো ফোনের মাধ্যমে এই সোশ্যাল মিডিয়া সভ্য সমাজের দুনিয়াকে মানুষের হাতের নাগালের মধ্যে এনে দিয়েছে। তাই ছোট হোক কিংবা বড় যে কোনো ঘটনা খুব কম সময়ের মধ্যে এই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে এক জনের থেকে অন্যের কাছে পৌঁছে যাচ্ছে। যার ফল একদিকে যেমন মানুষের জীবনে বেশ ভাল প্রভাব ফেলতে পারে তেমনি অপরদিকে কিছু অসাধু মানুষ যারা শুধুমাত্র সস্তায় জনপ্রিয়তা কুড়োনোর জন্য ভুয়ো খবর সোশ্যাল মিডিয়ার মাধ্যমে প্রচার করে বহু মানুষকে মানসিক বা শারীরিকভাবে ক্ষতিগ্রস্থ করছে। তাই সেই সমস্ত সামাজিক ক্ষতি রোধে এবার তাদের বিরুদ্ধে বড় অভিযানে নামল আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেট।
দেশ তথা রাজ্যে করোনা মোকাবিলায় চলছে লকডাউন পরিস্থিতি। তবুও তার মধ্যেও করোনা আক্রান্তের সংখ্যা বেড়েই চলেছে। এদিকে এই করোনাকে ঘিরে মানুষের মধ্যে আতঙ্ক ক্রমশ জাঁকিয়ে বসছে। তবে সরকার কিংবা পুলিশ প্রশাসনের পক্ষ থেকে মানুষের মন থেকে করোনা ভীতি দূর করতে নানাভাবে প্রচার চালানো হচ্ছে। সেক্ষেত্রে সরকার কিংবা পুলিশের এই প্রচারের স্বার্থে সংবাদমাধ্যম কিংবা সামাজিক মাধ্যম ইতিবাচক ভূমিকা পালন করছে। কিন্তু তারপরেও কিছু কিছু ক্ষেত্রে সেখা যাচ্ছে করোনা নিয়ে এই সংবাদ কিংবা সামাজিক মাধ্যমকে হাতিয়ার করে অনেকেই ভুয়ো বা বিভ্রান্তিকর খবর বা পোস্ট শেয়ার করছেন আর তাতে সাধারন মানুষ ভীষণভাবে বিভ্রান্ত হয়ে পড়ছেন। তাই তাদের বিভ্রান্তির হাত থেকে বাঁচাতে আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের পক্ষ থেকে একটি সাইবার পেট্রোলিং সেল তৈরী করা হল। যার দুরাভাষ নাম্বার হল ৯০৮৩২৬৮৯৫৬/০৩৪১২২৫৯৫৬৭। এই নাম্বার দুটিতে ফোন করে কেউ কোনো ভুয়ো বা বিভ্রান্তিকর সংবাদ বা পোস্ট দেখলেই তা নিয়ে অভিযোগ জানাতে পারবেন। আবার কেউ চাইলেই adpccybercell@gmail.com এই মেইল আইডিতেও লিখিত অভিযোগ জানাতে পারেন।
আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের ডিসিপি(পূর্ব) অভিষেক গুপ্তা জানান যে, “বর্তমানে আমরা করোনা মোকাবিলায় সাধারন মানুষের পাশে দাঁড়াতে সাথে তাদের মানসিক নিরাপত্তা দিতে পুলিশের সাইবার সেল সদা তৎপর। তবে শুধু করোনা নয় সোশ্যাল মিডিয়ায় কোনো রকম ভুয়ো বা বিভ্রান্তিকর পোস্ট যা সাম্প্রায়িক দাঙ্গা কিংবা সামাজিকভাবে ক্ষতির এতটুকু সম্ভাবনা দেখলেই সেগুলির বিরুদ্ধে কড়া আইনী পদক্ষেপ নেমে এই সাইবার পেট্রোলিং সেল।”