মহিলা রেলকর্মীকে একা পেয়ে অস্ত্র দেখিয়ে ছিনতাই সাথে শ্লীলতাহানির চেষ্টা
আমার কথা, পশ্চিম বর্ধমান(অন্ডাল), ২৫ নভেম্বরঃ
আবাসনে একা থাকা এক মহিলা রেল কর্মীকে অস্ত্র দেখিয়ে ছিনতাই ও শ্লীলতাহানি চেষ্টার অভিযোগে আতঙ্ক ছড়ালো এলাকায়। বুধবার রাতে ঘটনাটি ঘটে অন্ডাল রেল কলোনি এলাকায়।
স্থানীয় সূত্রে জানা যায় অন্ডাল রেল স্টেশনে কর্মরত ইঞ্জিনিয়ারিং বিভাগের কর্মী সুপর্ণা মিস্ত্রি অন্ডাল রেল কলোনি আবাসনে একা থাকেনম বুধবার রাত্রি আটটা নাগাদ এক দুষ্কৃতী আবাসনে ঢুকে ধারালো অস্ত্র দেখিয়ে সুপর্ণা দেবী সোনার অলংকার (গলার হার, আংটি, শাঁখা পলা বাঁধা) ছিনিয়ে নেয়। দুষ্কৃতী ওই মহিলার শ্লীলতাহানির চেষ্টাও করে বলে অভিযোগ সুপর্ণা দেবীর। তিনি জানান ব্যক্তিগত কাজে আসানসোল থেকে ফিরে ওই সময় তিনি আবাসনে বসে মোবাইল দেখছিলেন। হঠাৎ আবাসনের লাইট বন্ধ হয়ে যায়। সেই সময়ই মুখোশ পরা অস্ত্র হাতে দুষ্কৃতীর আবির্ভাব হয়। সোনার অলংকার ছিনিয়ে নেওয়ার পর দুষ্কৃতী তার শ্লীলতাহানি চেষ্টা করে। কোন ক্রমে আবাসনের বাইরে বেরিয়ে সুপর্ণা দেবী চিৎকার করলে অন্য আবাসিকরা দৌড়ে আসেন। সেই সুযোগে চম্পট দেয় দুষ্কৃতী। খবর পেয়ে রাতেই ঘটনাস্থলে আসে অন্ডাল থানার পুলিশ। আজ বৃহস্পতিবার রেল পুলিশকে ও বিষয়টি জানানো হয়েছে বলে জানান সুপর্ণা দেবী। ঘটনাটি ঘিরে এলাকায় ছড়িয়েছে আতঙ্ক।