করোনার ভীতি দূর করতে দুর্গাপুর মহকুমা শাসকের উদ্যোগে সচেতনতা বৈঠক
আমার কথা, পশ্চিম বর্ধমান, ১৪এপ্রিলঃ
রাজ্য তথা সারা দেশে করোনার আতঙ্ক মারাত্মকভাবে চেপে বসেছে সাধারন মানুষের মনে আর সেই আতঙ্কের জেরে অত্যাবশ্যকীয় পরিষেবার ক্ষেত্রে অভাব পরে যাচ্ছে স্বেচ্ছাসেবী বা জরুরী পরিষেবার সাথে যুক্ত কর্মীদের। সারা রাজ্যেই বলতে গেলে বিক্ষিপ্তভাবে এই চিত্র কম বেশী দেখা যাচ্ছে। ব্যাতিক্রম নয় শিল্পাঞ্চল দুর্গাপুরও। তবে করোনা ভাইরাস নিয়ে অনেক মানুষের ক্ষেত্রে কিছু ভুল ধারনাও বদ্ধমূল হয়ে পড়ছে। তাই করোনা ভাইরাস নিয়ে তাদের মনের থেকে ভীতি দূর করতে দুর্গাপুর মহকুমা শাসকের দপ্তরে সোমবার একটি বৈঠক করা হয়। যে বৈঠকে বিভিন্ন পরিষেবার সাথে যুক্ত কিছু মানুষজনকে ডাকা হয় আর তাদের করোনা নিয়ে প্রকৃত তথ্য জানিয়ে বলা হয় যে, যদি সঠিকভাবে সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয় তাহলে এই ভাইরাসের সংক্রমন থেকে নিজেদের বাঁচিয়েও কাজ করা সম্ভব।
মহকুমা শাসক অনির্বাণ কোলে জানান যে, বিভিন্ন পরিষেবার ক্ষেত্রে দুর্গাপুরে আমরা লোকবলের খুব অভাব উপলব্ধি করছি। যেমন একজন অ্যাম্বুলেন্স চালককে যদি বলা হচ্ছে যে কোনো ব্যাক্তির লালারস পরীক্ষার করার জন্য নমুনা নিয়ে করোনার বিশিষ্ট হাসপাতালে যেতে হবে তাহলেই আতঙ্কিত হয়ে পড়ছেন তিনি, আর যেতেও রাজী হচ্ছেন না। কিংবা করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে এরকম কোনো ব্যাক্তির দেহ শ্মশানে নিয়ে দাহ করতে হবে সেক্ষেত্রেও উপযুক্ত সংখ্যক লোকজন পাওয়া যাচ্ছে না। সেক্ষেত্রে সবদিক ঠিকভাবে ব্যবস্থা করে কাজ সম্পন্ন করতে আমাদের খুবই বেগ পেতে হচ্ছে। তাই আমরা এই ধরনের পরিষেবার সাথে যুক্ত বেশ কিছু মানুষজনদের ডেকে আমার দপ্তরে তাদের বোঝাই যে সঠিক সতর্কতামূলক ব্যবস্থার মধ্যে থাকলে এক্ষেত্রে সংক্রমন এড়িয়েও পরিষেবা দেওয়া যেতে পারে। আর আমাদের এই বৈঠকের শেষে তাঁরা আমাদের সাথে থাকার ব্যাপারেও প্রতিশ্রুতি দিয়েছেন।