দুষ্কৃতি আখরা ভাঙ্গতে পুজোর আগে নতুন করে সাজতে চলেছে দুর্গাপুরের বামুনাড়া মার্কেট কমপ্লেক্স
আমার কথা, পশ্চিম বর্ধমান(দুর্গাপুর), ২৯আগস্টঃ
বামফ্রন্ট আমলে তৈরি হচ্ছিল কোটি কোটি টাকা খরচা করে বামুনাড়া মার্কেট কমপ্লেক্স। কিন্তু তা সম্পুর্ন না হয়ে পড়ে আছে বন্ধ অবস্থায়। আনুমানিক ২০০৬-৭ সালে অবিভক্ত বর্ধমান জেলায় এই কমপ্লেক্স তৈরি হচ্ছিলো স্থানীয় মানুষজন ও বেকার যুবক যুবতীদের কর্মসংস্থান তৈরির লক্ষ্যে। জেলা পরিষদের উদ্যোগে তৈরি হচ্ছিল এই কমপ্লেক্সটি। লিফটের কাজ শুরু হয়েছিল কিন্তু শেষ হলেও চালু হয়নি আর। এলাকার মানুষজন দোকান করার উদ্দেশ্যে টাকা নিয়ে রুম বুকিংও করেন। কিন্তু সেসব এখন অতীত। বর্তমানে দুষ্কৃতীদের আস্তনায় পরিণত হয়েছে এই কমপ্লেক্স বলে স্থানীয়দের অভিযোগ। দরজা জানালা ভাঙ্গা অবস্থায় পড়ে রয়েছে, কমপ্লেসের ছাদে আগাছা গজিয়ে গেছে। দরজা জানালা ভেঙ্গে পড়ায় এখন অবাধে ওই কমপ্লেসের ভেতর দুষ্কৃতীদের যাওয়া আসা আর সাথে বসে মদের আসর। চলে বিভিন্ন অপকর্ম। এই সব দুর্নীতি রুখতে পশ্চিম বর্ধমান জেলা পরিষদ নতুন ভাবে এই কমপ্লেক্স চালু করার পরিকল্পনা নিয়েছে। শুক্রবার জেলা পরিষদের সহ সভাপতি সমীর বিশ্বাস জেলা পরিষদের কর্মাধক্ষ মিনতি হাজরা সহ ইঞ্জিনিয়াররা গোটা কমপ্লেক্স ঘুরে দেখেন জেলা পরিষদের সহ সভাধিপতি সমীর বিশ্বাস জানান সামনের ভোটের আগেই এই কমপ্লেক্স চালু করার পরিকল্পনা রয়েছে। কবে নতুন ভাবে শুরু হবে এই কমপ্লেক্স কবেই বা বেকারদের কর্মসংস্থানের জায়গা হবে সেই দিকে এখন মুখ তুলে চেয়ে এলাকাবাসীরা।