সিটি সেন্টারে নন্ কোম্পানী রিক্রিয়েশন ক্লাবের বার পুজো
আমার কথা, দুর্গাপুর, ১৪ এপ্রিল:
সংবাদদাতা প্রণয় রায়
বাংলা নববর্ষ ১৪৩১ সালের পহেলা বৈশাখের দিন সকালে দুর্গাপুরের সিটি সেন্টারের চতুরঙ্গ ময়দানে নন্ কোম্পানি রিক্রিয়েশন ক্লাব পরিচালিত ফুটবল একাদেমীর বার পুজো সম্পন্ন হল। ক্লাব সম্পাদক বিপ্লব চৌধুরী জানান ২০১৮ সাল থেকে দুর্গাপুর শিল্পাঞ্চলের শিশু ও কিশোরদের নিয়ে ক্লাবের পরিচালনায় একটি ফুটবল একাদেমী খোলা হয়েছে। দুর্গাপুরের অভিজ্ঞ ফুটবল প্রশিক্ষকদের তত্বাবধানে এই একাদমির কর্মকান্ড যথেষ্ট প্রশংসার।
ক্রীড়া সম্পাদক সঞ্জয় মন্ডল বলেন নন্ কোম্পানী রিক্রিয়েশন ক্লাবের ফুটবল শিক্ষার্থীরা দুর্গাপুর মহকুমা জুনিয়র ও সাব জুনিয়র ফুটবল লীগে ইতিমধ্যেই সাফল্যের স্বাক্ষর রেখেছে।