আসানসোল পুরসভার মেয়র হলেন বিধান উপাধ্যায়
আমার কথা, পশ্চিম বর্ধমান(আসানসোল), ১৮ ফেব্রুয়ারীঃ
আসানসোলের নতুন মেয়র হলেন বিধান উপাধ্যায়। ডেপুটি মেয়র অভিজিৎ ঘটক ও ওয়াসিমুল হক ও চেয়ারম্যান হলেন অমরনাথ চট্টোপাধ্যায়। শুক্রবার এই ঘোষনার পরে আসানসোল বারাবনি দলীয় কার্যালয়ে বিধান উপাধ্যায়কে সম্বর্ধনা জানালেন দলের নেতা কর্মীরা।
এদিন মেয়রের হয়ে কর্মীদের সাথে আনন্দ করলেন তিনি।বিধায়ক হিসাবে বারাবনি বিধানসভা থেকে জয়লাভ করেন বিধান উপাধ্যায়। বর্তমানে তিনি জেলার সভাপতি হিসেবে দায়িত্বে আছেন। আসানসোল পুর নির্বাচনে ৯১ টি আসনে তৃণমূল প্রার্থীদের জয়লাভ হয়েছে। শুক্রবার এই ঘোষনার পরে কর্মীদের মধ্যে উচ্ছাস দেখা যায়।