বাজারের মধ্যে বাইকের ডিকি ভেঙে টাকা চুরি, গ্রেফতার বিহারের যুবক
আমার কথা, দুর্গাপুর, ২ ফেব্রুয়ারীঃ
ভরা বাজারের মধ্যে থেকে বাইকের ডিকি ভেঙ্গে টাকা চুরি করার অভিযোগে এক ভিন রাজ্যের যুবককে গ্রেফতার করলো পুলিশ। ধৃতকে রবিবার আদালতে পেশ করা হয়। পুলিশ ধৃতকে জেরা করে সঙ্গীদের হদিশ পাওয়ার চেষ্টা চালাচ্ছে।
জানুয়ারী মাসের ২৮ তারিখে পান্ডবেশ্বরের দান্য গ্রামের বাসিন্দা গোলাম নবি বাজারে গেছিলেন। বাইকের দিকিতে ছিল ৯০ হাজার টাকা নগদ। বাজার সেড়ে ফিরে দেখেন ডিকির থেকে পুরো টাকা কেউ চুরি করে নিয়েছে। তৎক্ষণাৎ তিনি পান্ডবেশ্বর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। পুলিশ তদন্তে নামে। বাজার এলাকার সিসিটিভি ক্যামেরার ফুতেজ খতিয়ে দেখে। সেখানে ধরা পরে চার দুষ্কৃতি বাইকের ডিকি ভেঙ্গে ওই ৯০ হানার টাকা চুরি করে নিয়ে চম্পট দিয়েছে। এরপর পুলিশ ফুটেজ নিয়ে তল্লাশী শুরু করে। শনিবার রাতে আসানসোল থেকে ওই চার দুষ্কৃতির মধ্যে একজনকে গ্রেফতার করে। ধৃত দুষ্কৃতি বিকাশ কুমার যাদব বিহারের কাটিহারের বাসিন্দা। তাঁকে নিজেদের হেফাজতে চেয়ে আবেদন করে দুর্গাপুর মহকুমা আদালতে পেশ করা হলে বিচারক চারদিনের পুলিশী হেফাজতের নির্দেশ দেন।
আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের এসিপি অন্ডাল পিন্টু সাহা বলেন,”আমাদের কাছে অভিযোগ জমা পড়েছিল। সেই অভিযোগের ভিত্তিতে সিসিটিভি ফুটেজ দেখে তদন্ত শুরু হয়। চার দুষ্কৃতি মিলে এই কান্ড ঘটিয়েছিল। আসানসোল থেকে একজন গ্রেপ্তার হয়েছে। ধৃতকে পুলিশী হেফাজতে নিয়ে বাকিদের সন্ধানে তল্লাশি চালানো হচ্ছে। চুরি যাওয়া টাকা উদ্ধারেরও চেষ্টা চালানো হবে।”