দুর্গাপুরে মিনিবাসের ধাক্কায় মৃত্যু বাইক আরোহীর
আমার কথা, পশ্চিম বর্ধমান(লাউদোহা), ১২জুন
রবিবার বেলা ১২টা ৩০ নাগাদ দুর্গাপুর ফরিদপুর ব্লকের সরপি একালায় বাস ও বাইক মুখোমুখি সংঘর্ষে মৃত্যু হল এক বাইক আরোহীর। স্থানীয় সূত্রে জানা যায়,বাইক আরোহী লাউদোহার ঝাঁঝরা গ্রামের বাসিন্দা পার্থ সৌ মন্ডল( ৪৫)। এদিন পার্থ বাইকে করে তার বাড়ির উদ্দ্যেশে যাচ্ছিল, ঠিক সেই সময় উল্টো দিক থেকে দ্রুত গতিতে একটি মিনিবাস এসে ধাক্কা মারে বাইকে। ঘটনাটি ঘটেছে লাউদোহার সরপী এলাকার একটা বেসরকারি কারখানার কাছে। এই দুর্ঘটনায় এলাকার মানুষ দুর্গাপুর উখরা রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখায়। পরে ঘটনাস্থলে আসে লাউদোহা ফরিদপুর থানার পুলিশ। পরে পুলিশের হস্তক্ষেপে বিক্ষোভ উঠে যায়। মৃতদেহ উদ্ধার করে ময়নতদন্তের জন্য দুর্গাপুর মহকুমা হাসপাতালে পাঠানো হয়। ঘটনায় বাইক ও মিনিবাসটিকে নিজেদের হেফাজতে নিয়েছে পুলিশ।