জামুড়িয়ায় ডাম্পারের ধাক্কায় বাইক আরোহীর মৃত্যু
আমার কথা, পশ্চিম বর্ধমান(জামুড়িয়া), ২৩ জুলাইঃ
শনিবার সন্ধ্যায় জামুড়িয়া বিধানসভার অন্তর্গত কুনুস্তরিয়া মোড়ে দুর্ঘটনায় সৌরভ ঘোষ নামে এক বাইক আরোহীর মৃত্যু হয়।প্রত্যক্ষদর্শীরা জানান, কুনুস্তরিয়া মোড়ের কাছে একটি ডাম্পার তার বাইককে ওভারটেক করার চেষ্টা করে এবং এই ধারাবাহিকতায় তাকে চাপা দেয়। দুর্ঘটনাটি এতটাই ভয়াবহ ছিল যে ঘটনার পর সৌরভ ডাম্পারের চাকায় পিষ্ট হয়ে যায়। এই ঘটনার জেরে রাস্তা কিছুক্ষণ অবরুদ্ধ হয়ে পড়ে। অবশেষে জামুড়িয়া ট্রাফিক ওসি ও কেন্দা ফাঁড়ির আইসি পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
ঘটনার পর স্থানীয় লোকজন ব্যাপক বিক্ষোভ দেখাতে থাকেন। স্থানীয়রা বলেন, এখানে ব্যারিকেড দেওয়া দরকার যাতে গাড়ীর গতি নিয়ন্ত্রণ করা যায়, পাশাপাশি এ ধরনের দুর্ঘটনা যাতে না ঘটে সেজন্য এখানে একটি স্পিড ব্রেকার নির্মাণেরও দাবি জানান তারা। দুর্ঘটনায় বাইকে থাকা অপর ব্যক্তি সামান্য আহত হয়েছেন। তাকে প্রাথমিক চিকিৎসার জন্য স্থানীয় স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হয়। এই প্রসঙ্গে তৃণমূল নেতা রাজু মুখার্জি বলেন, কিছুক্ষণ আগে এখানে দুর্ঘটনা ঘটেছিল। একটি ডাম্পার অন্য ডাম্পারকে ওভারটেক করার চেষ্টা করছিল, এই ধারাবাহিকতায় ডাম্পারটি একজন বাইক আরোহীকে ধাক্কা দেয়। তিনি জানান যে ঘটনার শিকার ডোবরানা গ্রামের বাসিন্দা যাকে আসানসোল জেলা হাসপাতালে ময়না তদন্তের জন্য নিয়ে যাওয়া হয়েছে।