তর্পণের দিনে স্বর্গীয় বাবাকে শ্রদ্ধা জানাতে দুর্গাপুরে রক্তদান শিবির
আমার কথা, দুর্গাপুর, ১৪ অক্টোবর:
দুর্গাপুর নিবাসী তাপস চ্যাটার্জির প্রয়ান দিবসে তার পুত্র উদয় চ্যাটার্জি,সদয় চ্যাটার্জি ও পৌত্র তাতিন এবং তাদের নিকট আত্মীয়দের সাথে নিয়ে শারদোৎসব মুহুর্তে রক্তের সংকট নিরসনে মুমূর্ষু মানুষের স্বার্থে মানব সেবায় স্বেচ্ছায় রক্তদান করেন।
রক্তদান করেন তাপস বাবুর পুত্র উদয় চ্যাটার্জি ও চ্যাটার্জি পরিবারের বিশিষ্টজনেরা।
রক্তদান আন্দোলনের মহকুমা যুগ্ম সম্পাদক সুদীপ দাস, তার স্ত্রী আর্পিতা দাস, কন্যা সায়নী দাস এক সাথে স্বেচ্ছায় রক্তদান করেন।
তর্পন হোক আন্তরিক শ্রদ্ধায়। বাঁচুক মানুষ মানুষের স্বার্থে। উৎসর্গ হোক হৃদয়ের দানে আত্মার শান্তি বর্ষিত জীব সেবায়,স্বেচ্ছায় রক্তদানে।
উক্ত শিবিরে উপস্থিত ছিলেন দুর্গাপুর মহকুমা হাসপাতালের ব্লাড সেন্টারের ইনচার্জ চিকিৎসক ইন্দ্রজিৎ মাঝি। বিশিষ্ট আইনজীবী আইয়ুব আনসারী, কোক ওভেন থানার ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ সুদীপ্ত প্রামানিক, দুর্গাপুর জিআরপি অফিসার ইনচার্জ তাপস চ্যাটার্জি, রক্ত আন্দোলনের মহকুমা সম্পাদক রাজেশ পালিত, মৃত্যুঞ্জয় সামান্ত, প্রাক্তন কাউন্সিলর অঙ্কিতা চৌধুরী, বিশিষ্ট ক্রীড়াবিদ মুকুট নাহা, রক্তদান আন্দোলনের মহকুমা সহ সভাপতি রঞ্জন ব্যানার্জি, সোমেন চক্রবর্তী,নিশিত বরন দাস,তুহিন দাস। টীম আপনজনের সদস্য অসীম মিত্রের পুত্র আকাশ মিত্র ১৮ বছর পুর্নতায় স্বেচ্ছায় রক্তদান করেন ও অন্যান্য বন্ধুরা শিবির চালাতে সাহায্য করেন।
রক্তদান আন্দোলনের রাজ্য নেতৃত্ব কবি ঘোষ সমস্ত রক্তদাতা বন্ধু ও উদ্যোগক্তাদের অভিনন্দন জানিয়েছেন।
শিবিরর মোট ৫০ জন স্বেচ্ছায় রক্তদান করেন।
রক্ত সংগ্রহ করে দুর্গাপুর মহকুমা হাসপাতাল ও হেলথ ওয়ার্ল্ড হাসপাতাল।