কলকাতায় ফ্ল্যাট থেকে উদ্ধার বরাকরের যুবকের রক্তাক্ত দেহ

আমার কথা, আসানসোল, ৩০ মার্চঃ
কলকাতার চারুমার্কেটে যুবকের রহস্যমৃত্যুর ঘটনায় শোকের ছায়া আসান্সলের বরাকরে। মৃত অবিনাশকে খুন করা হয়েছে বলে দাবি করছেন যুবকের পরিবার। সঠিক তদন্তের দাবি জানিয়েছে অবিনাশের পরিবার।
প্রসঙ্গতঃ শনিবার বিকেলে দেশপ্রাণ শাসমল রোডের একটি বাড়ির ভিতর থেকে ওই যুবকের দেহ উদ্ধার হয়। প্রাথমিক ভাবে জানা গিয়েছে বছর বাইশের ওই যুবকের নাম অবিনাশ বাউড়ি। তাঁর বাড়ি বরাকরের লখিয়াবাদ এলাকায়। লেনিন সরণী এলাকার একটি দোকানমালিকের বাড়িতে গাড়ির চালক হিসাবে কাজ করতেন তিনি। ভাড়া থাকতেন দেশপ্রাণ শাসমল রোডের একটি ফ্ল্যাটে। শনিবার সেখান থেকেই তাঁর রক্তাক্ত দেহ উদ্ধার হয়। শেষবার হোলির সময় বাড়ি এসেছিলেন অবিনাশ।এই শনিবারও তার বাড়ি ফেরার কথা ছিল।কিন্ত এলো তার মৃত্যু সংবাদ। প্রাথমিক তদন্তের পর পুলিশ এটিকে খুনের ঘটনা বলেই মনে করছে। কারণ ওই যুবকের গলায় এবং মুখে আঘাতের চিহ্ন রয়েছে। তা ছাড়া দেহটি রক্তাক্ত অবস্থায় পড়েছিল। তবে এই ব্যাপারে নিশ্চিত হতে আরও তদন্ত প্রয়োজন বলে চারুমার্কেট থানার পুলিশ সূত্রে খবর। মৃত যুবকের বাবা ও মায়ের অভিযোগ তার ছেলেকে খুন করা হয়েছে।