নির্বাচনের প্রাক্কালে দুর্গাপুরে বোমা উদ্ধারের ঘটনায় শোরগোল
আমার কথা, পশ্চিম বর্ধমান(দুর্গাপুর), ১৩এপ্রিলঃ
হাতে গোনা আর কয়েকটা দিন বাকি তারপরেই পশ্চিম বর্ধমান জেলায় ভোট। আর তার আগেই দুর্গাপুরের কান্ডেশ্বর গ্রামে উদ্ধার হল বেশ কয়েকটি তাজা বোমা। এই উদ্ধারের ঘটনায় বেশ সোরগোল পড়ে যায় এলাকায়। দুর্গাপুর থানায় খবর দেওয়া হয়। খবর পেয়ে পুলিশের বোম স্কোয়াড গিয়ে বোমাগুলিকে নিষ্ক্রিয় করে। পুলিশ সুত্রে জানা গিয়েছে ওই গ্রামের একটি নির্জন পুকুরের ধারে একটি টিনের বাক্সের ভেতর থেকে দশটি তাজা সুতলি বোমা পাওয়া গিয়েছে।
প্রসঙ্গতঃ কান্ডেশ্বর গ্রামের একদিকে রয়েছে কাদারোড ও মেনগেট এলাকা যেখানে মাঝে মধ্যেই সাম্প্রাদায়িক গন্ডোগোল মাথা চাড়া দিয়ে ওঠে। আবার অন্যদিকে ১২নং ওয়ার্ডে রয়েছে শাসকদলের গোষ্ঠীদ্বন্দ্ব। এছাড়া বর্তমান পরিস্থিতিতে বিজেপি ওই এলাকা ক্ষমতা দখলের চেষ্টায় রয়েছে। ফলে সব মিলিয়ে এবারের নির্বাচনে দুর্গাপুরের পরিবেশ যে কোনো মুহূর্তে উত্তপ্ত হয়ে উঠতে পারে। এরই মধ্যে আবার এই বোমা কে বা কারা কি কারনে ওখানে রেখে গেল তা নিয়ে চিন্তার ভাঁজ ফেলেছে প্রশাসনের কপালে।