রামমন্দিরের উদ্বোধনী অনুষ্ঠানে আমন্ত্রণ পেলেন আসানসোলের ব্যবসায়ী
আমার কথা, আসানসোল, ৮ জানুয়ারি:
২২ জানুয়ারি রাম মন্দির উদ্বোধনের অনুষ্ঠানে আমন্ত্রণ পেলেন আসানসোলের বাসিন্দা অভয় বার্ণওয়াল।
প্রসঙ্গত ১৯৯০ সালে রাম মন্দির আন্দোলনে যোগ দিয়েছিলেন আসানসোলের বাসিন্দা পেশায় ব্যবসায়ী অভয় বার্ণওয়াল। তার দাবি ১৯৯০ সালে পশ্চিমবঙ্গ থেকে তিনি রাম মন্দির আন্দোলনে করসেবক হিসেবে যোগদান করেন। আন্দোলনে যোগ দিয়ে আন্দোলন চলাকালীন ৩০ শে অক্টোবর তার পায়ে গুলি লাগে, তিনি গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয় ফইজাবাদ সদর হাসপাতালে। সেখানে তিনি সুস্থ হয়ে ওঠেন। বর্তমানে আগামী ২২শে জানুয়ারি উদ্বোধন হতে চলেছে রাম মন্দির আর সেই উদ্বোধনী অনুষ্ঠানে আমন্ত্রণ পেলেন আসানসোলের বাসিন্দা অভয় বার্ণওয়াল। চলতি মাসের ১৯ তারিখ আমন্ত্রণে সাড়া দিয়ে অযোধ্যায় রাম মন্দিরের উদ্বোধনী অনুষ্ঠানের উদ্দেশ্যে রওনা দেবেন বলে জানিয়েছেন তিনি।