রাত পেরোলেই উপনির্বাচন, আসানসোলে টান টান উত্তেজনা
আমার কথা, পশ্চিম বর্ধমান(আসানসোল), ১১ এপ্রিলঃ
রাত পেরোলেই আসানসোল লোকসভার উপ নির্বাচন। সোমবার ডি.সি.আর.সি সেন্টার থেকে ভোট কর্মীরা ভোট সামগ্রী নিয়ে রওনা দিয়েছেন। এবারের উপ নির্বাচনে আসানসোলের তিনটি জ্যাগায় করা হয়েছে ডি সি.আর.সি সেন্টার।আসানসোল ইঞ্জিনিয়ারিং কলেজ, ধাদকা পলিটেকনিক কলেজ, ও রানিগঞ্জ এস.কে.এস পাবলিক স্কুলে ডি.সি.আর.সি সেন্টার করা হয়েছে।
এবারে উপ নির্বাচনে
মোট ভোটারের সংখ্যা- ১৭,৩৬,৪৭৫ জন।
মহিলা ভোটার-৮,৪৫,৫৬২,
পুরুষ ভোটার-৮,৯০,৬৯৮
তৃতীয় লিঙ্গ-৪৪জন।
মোট পোলিং স্টেশন ২১০২ মোট ৪০০- মাইকো অবজারভার কাজ করছেন বলে জানা গেছে নির্বাচন কমিশন সুত্রে।
আসানসোল উপ নির্বাচনে বিজেপি প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন অগ্নিমিত্রা পাল, তৃণমূল প্রার্থী শত্রুঘ্ন সিনহা, বামফ্রন্ট প্রার্থী পার্থ মুখার্জি, ও জাতীয় কংগ্রেসের প্রার্থী প্রসেনজিৎ পুইতন্ডি।
ইতি মধ্যেই ভোট কর্মীরা ভোটের সামগ্রী নিয়ে গাড়িতে করে ভোট কেন্দ্রে পৌঁছে গেছেন।