আসানসোলে পরিত্যক্ত খাদানের জলে পড়ল গাড়ি, নিখোঁজ চালক
আমার কথা, পশ্চিম বর্ধমান(আসানসোল), ২৫ জুলাইঃ
দুর্ঘটনার কবলে পড়ল একটি চার চাকার গাড়ি। আহত হয়েছেন ওই গাড়ির চালকও।ঘটনাটি ঘটেছে আসানসোল উত্তর থানার অন্তর্গত ১৫ নাম্বার ওয়ার্ডের অন্তর্গত বুলু ফ্যাক্টরি এলাকায়।
জানা গিয়েছে, ওই গাড়িটি নিয়ে৷ গতকাল অর্থাৎ রবিবার রাতে ভাড়া নিতে আসানসোল স্টেশনে আসছিলেন চালক সুনীল হাঁসদা। হটাৎ নিয়ন্ত্রণ হারিয়ে গাড়ীটি একদম পরিত্যক্ত পাথর খাদানে পড়ে যায় বলে পরিবারের লোকেরা অনুমান করছেন। এলাকায় গাড়ির কাগজ পত্র দেখতে পেয়ে অনুমান করা হচ্ছে যে গাড়ীটি খাদানের জলে তলিয়ে গেছে। পুলিশকে খবর দেওয়া হলে ঘটনা স্থলে উত্তর থানার পুলিশ এসে তল্লাশি শুরু করে। তল্লাশি চলছে। এলাকায় ভিড় জমিয়েছেন সাধারন মানুষ।