পোঁতা হল গাজরের বীজ বেরোলো মূলো গাছ, দুর্গাপুরে ক্ষতির মুখে চাষীরা
আমার কথা, পশ্চিম বর্ধমান(দুর্গাপুর), ৯ ডিসেম্বরঃ
গত কয়েকদিন আগে নিম্নচাপের জেরে ফসলের ব্যাপক ক্ষতি হয় দুর্গাপুর শিল্পাঞ্চল লাগোয়া দামোদর নদের চরে অবস্থিত সোনাই চন্ডীপুর গ্রামে।
একদিকে নিম্নচাপের জেরে কৃষকদের বড়োসড়ো ক্ষতির পর এবার ফের ক্ষতির মুখে পড়লেন কৃষকেরা। ওই এলাকার কৃষকরা আজ লক্ষ্য করেন তারা গত কয়েকদিন আগে যে সমস্ত মাঠে গাজর চাষ করেছিলেন, সেই মাঠে গাজরের বদলে মুলো গাছ বের হয়েছে।
কৃষকদের অভিযোগ তারা দুর্গাপুরের বিভিন্ন বড় দোকান থেকে প্যাকেটজাত গাজরের বীজ লাগিয়েছিলেন নিজেদের জমিতে। কিন্তু আজ সকাল থেকেই কৃষকরা লক্ষ্য করেন গাজরের বীজের প্যাকেটে তাদের মূলো গাছের বীজ দেওয়া হয়েছে।
কৃষকদের অনুমান যে প্যাকেটে গাজরের বীজ বিক্রয় করা হচ্ছে সেই প্যাকেট গুলি নকল এবং নামি কোম্পানির প্যাকেট ব্যবহার করে নকল দিয়েছে তাদের বিক্রি করছে ব্যবসায়ীরা। এই বিষয়ে ব্যবসায়ীদের জানানো হলেও তারা চাষীদের কোনরকম সাহায্য করছে না বলে অভিযোগ কৃষকদের।
এই বিষয়ে তাঁরা প্রশাসনিক আধিকারিকদের কাছে সমস্ত প্রমান নিয়ে অভিযোগ জানাবেন বলে জানিয়েছেন কৃষকেরা।