“জেরার নামে হ-য-ব-র-ল করছে সিবিআই”-দুর্গাপুরে বিস্ফোরক মুখ্যমন্ত্রী
আমার কথা, পশ্চিম বর্ধমান(দুর্গাপুর), ২৯জুনঃ
দুর্গাপুরের প্রশাসনিক বৈঠক থেকে এবার কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিবিআইয়ের ভূমিকা নিয়ে সরব হলে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়। বলেন, একজন গরীব টোটোচালক থেকে শুরু করে চাষী, নামি চিকিৎসক, সাংবাদিক কাউকেই বাদ দিচ্ছে না সিবিআই। একটা কেসে ইতিমধ্যেই হাজার জনকে ডেকে ডেকে জেরা করছে। সামান্য একজন টোটো চালককেও রেয়াত করছে না। অত্যাচারের একটা সীমা আছে। জেরার নামে পুরো হ-য-ব-র-ল করছে সিবিআই।
প্রসঙ্গতঃ ভোট পরবর্তী হিংসা মামলায় দুর্গাপুরে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার বহু মানুষকে ইতিমধ্যেই ডেকে জেরা করেছে। যার মধ্যে একদিকে যেমন রয়েছে পশ্চিম মেদিনীপুরের একজন কৃষক, বর্ধমানের একজন টোটোচালক, তেমনই রয়েছে সনামধন্য চিকিৎসকও। আর বিভিন্ন স্তরের রাজনৈতিক নেতা মন্ত্রীরা তো রয়েইছেন। আর এই জেরা নিয়েই দুর্গাপুরে সৃজনী প্রেক্ষাগৃহে বুধবার প্রশাসনিক বৈঠক থেকে তোপ দাগলেন তৃণমূলের দলীয় নেত্রী তথা মুখ্যমন্ত্রী।