মনোজ্ঞ অনুষ্ঠানের মধ্যে দিয়ে ৫ম বর্ষপূর্তি উদযাপন হেলথ ওয়ার্ল্ড হসপিটালের
আমার কথা, পশ্চিম বর্ধমান(দুর্গাপুর), ২৫ সেপ্টেম্বরঃ
দেখতে দেখতে কেটে গেল চার চারটি বছর। পাঁচ বছরে পা দিলো আর এই চার বছরে পরিষেবা পশ্চিম বর্ধমান জেলা ছাড়িয়ে রাজ্যের বিভিন্ন জেলায় ছড়িয়ে গেছে যার প্রমান হল বিভিন্ন জেলা থেকে উন্নত চিকিৎসা পরিষেবা নিতে আসা রোগীদের উপচে পড়া ভিড়। আর সুস্থ ও উন্নতমানের পরিষেবার লক্ষ্যে স্থির দুর্গাপুরের এই হাসপাতাল হল “হেলথ ওয়ার্ল্ড হসপিটাল”। আজ অর্থাৎ রবিবার মহা সমারোহে পালিত হল পঞ্চম বর্ষপূর্তি। সিটি সেন্টারে সৃজনী প্রেক্ষাগৃহে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল এদিন। বিশেষ অতিথিদের আসন অলঙ্কৃত করেছিলেন গ্রামোন্নয়ন ও পঞ্চায়েত দপ্তরের মন্ত্রী প্রদীপ মজুমদার, পশ্চিম বর্ধমানের জেলাশাসক এস. অরুণপ্রসাদ(আই.এ.এস), দুর্গাপুর নগর নিগমের মুখ্যপ্রশাসক অনিন্দিতা মুখোপাধ্যায়, দুর্গাপুর মহকুমা শাসক সৌরভ চট্টোপাধ্যায়, দুর্গাপুর নগর নিগমের কমিশনার ময়ূরী বাসু, দক্ষিনবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার চেয়ারম্যান সুভাষ মন্ডল, প্রাক্তন পুরমাতা তথা চিকিৎসক ডাঃ ছবি নন্দী।
এদিনের অনুষ্ঠান মঞ্চ থেকে বিখ্যাত চর্মরোগ চিকিৎসক ডাঃ কল্যাণ ব্যানার্জি, চিকিৎসক ডাঃ অচ্যূত সরকার সহ কয়েকজন চিকিৎসককে বিশেষ সম্বর্ধনা দেওয়া হয়। পাশাপাশি আরো যাদের সম্বর্ধনা দেওয়া হয় তারা হল ক্রীড়াবিদ নির্মল সাহা, সীমা দত্ত চ্যাটার্জি, অংশু সিং, অভিনব সাউ। এছাড়াও অন্ডালুসিয়া এ.এম.আই.এস ব্লক ডেভেলপমেন্ট সোসাইটি, ন্যাশানাল কোল্ডফিল্ড সিটিজেন ফোরাম, আমরা ক’জন বয়েজ ক্লাব, দুর্গাপুর সাব ডিভিশন ভলান্টারি ব্লাড ডোনার্স ফোরাম, বার্ণপুর সোশ্যাল ওয়েলফেয়ার কমিটি ভলান্টারি ব্লাড ডোনার্স।
এছাড়া সামাজিক নানা কর্মকান্ডে বিশেষ করে করোনাকালে জীবনের ঝুঁকি নিয়ে যারা মানুষের পরিষেবায় নিজেদের নিয়োজিত করেছিলেন এরকম বেশ কয়েকজন ব্যাক্তিকেও সম্বর্ধিত করা হয় এদিনের মঞ্চে। শুধু তাই নয় যারা দিন রাত এক করে নিজেদের সর্বস্ব দিয়ে হাসপাতালের মানোন্নয়নে পরিষেবা দিয়ে চলেছেন যেমন চিকিৎসক, নার্স সহ বিভিন্ন কর্মীদেরও উৎসাহ দানে তাদের সম্বর্ধিত ও পুরষ্কৃত করা হয়। আর অনুষ্ঠানের মূল আকর্ষণ ছিল সঙ্গীতানুষ্ঠান। অনুষ্ঠানের শেষে এই হাসপাতালের দুই কর্ণধার অরুণাংশু গাঙ্গুলী ও তাঁর সহধর্মিণী মঞ্জুশ্রী গাঙ্গুলী সকলের উদ্দ্যেশে ধন্যবাদজ্ঞাপন করেন। সব মিলিয়ে এদিন সৃজনী প্রেক্ষাগৃহ হয়ে উঠেছিল বর্ণময়।