বিশেষ অনুষ্ঠানের মধ্যে দিয়ে দুর্গাপুরে মোহনবাগান দিবস পালন
আমার কথা, দুর্গাপুর, ২৯ জুলাই:
২৯ জুলাই এই দিনটি মোহনবাগান প্রেমীদের কাছে এক আলাদা দিন। এক আবেগ কাজ করে এই দিনটি তাদের কাছে। কারন? কারন পরাধীন ভারতে অর্থাৎ ১৯১১ সালে আজকের দিনে মোহনবাগান ক্লাবের ১১ জন ফুটবল খেলোয়াড় খালি পায়ে বৃটিশ শক্তির বিরুদ্ধে লড়াই করে আইএফএ শিল্ড ছিনিয়ে নিয়ে এসেছিল। তাই প্রতি বছর আজকের এই দিনটিকে আলাদাভাবে স্মরণ করেন মোহনবাগান প্রেমীরা।
দুর্গাপুরে মোহনবাগান ফ্যান ক্লাবের পক্ষ থেকে এই দিনটিকে স্মরণীয় করে রাখতে এক “স্বেচ্ছায় রক্তদান শিবির” এর আয়োজন করা হয়। সোমবার সিটিসেন্টারে মাঙ্গলিকে এই রক্তদান শিবিরের আয়োজন করা হয়। শিবিরের উদবোধন করেন এডিডিএ এর চেয়ারম্যান কবি দত্ত। এদিনের শিবিরে স্বাস্থ্য পরীক্ষারও ব্যবস্থা করা হয়েছিল। মোট ৩০ জন রক্তদাতা স্বেচ্ছায় রক্ত দান করেন।
মোহনবাগান ফ্যান ক্লাবের কর্মকর্তা সুপ্রিয়ো গাঙ্গুলি বলেন, “আজকের এই দিনে বুট পরা বৃটিশদের বিরুদ্ধে লড়াই করে জয়ী হয়েছিলেন ১১ জন মোহনবাগান খেলোয়াড়। দিনটি তাই ভারতবর্ষে স্বর্ণাক্ষরে লেখা রয়েছে। আমাদের শিরায় শিরায় তাই সবুজ মেরুন বয়ে চলেছে। এই দিনটিকে শ্রদ্ধা জানাতে তাই আজ আমরা রক্তদান ও স্বাস্থ্যপরীক্ষা শিবিরের আয়োজন করেছিম আগামী দিনগুলিতেও আমরা এই দিনে এই রকমেরই উদ্যোগ নেবো।”