জেলা জুড়ে ভারত ছাড়ো আন্দোলনের ৮১ তম বর্ষপূর্তি উদযাপন
আমার কথা, প: বর্ধমান, ৯ আগস্ট:
১৯৪২ সালে ৯ আগস্ট অর্থাৎ আজকের দিনে মহাত্মা গান্ধীর ইংরেজ “ভারত ছোড়ো” আন্দোলনের ডাক দিয়েছিলেন। এ বছর সেই ভারত ছাড়ো আন্দোলনের ৮১ তম বর্ষ পূর্তি। সেই উপলক্ষে দুর্গাপুরে চন্ডীদাস মার্কেট রোটারীতে দুর্গাপুর ১ নং ব্লক কংগ্রেস সভাপতি রবীন গাঙ্গুলীর উদ্যোগে “ভারত ছোড়ো” আন্দোলনের শহীদদের স্মৃতির উদ্দেশ্যে নীরবতা পালন ও পুষ্পার্ঘ্য অর্পণ করে স্মরণসভা পালন করা হয়।
পশ্চিম বর্ধমান জেলা কংগ্রেস সভাপতি দেবেশ চক্রবর্তী এই অনুষ্ঠানে উপস্থিত থেকে শহীদ বেদীতে মাল্যদান করে শ্রদ্ধাঞ্জলি অর্পন করেন।
অন্যদিকে, ব্রিটিশ সরকারের স্বৈরাচারী মনোভাবের বিরুদ্ধে পরাধীন ভারতবর্ষের জনগণ ভারতছাড়ো আন্দোলন শুরু করেছিলেন, সেই রকম কেন্দ্রে বিজেপি সরকারের স্বৈরাচারী মনোভাবের বিরুদ্ধে সারা দেশের শ্রমিক সংঘটনের পক্ষ থেকে দিল্লির সাথে পশ্চিম বর্ধমান জেলায় বিক্ষোভ দেখান হচ্ছে বলে জানান এআইটিইউসির জেলা সম্পাদক গুরুদাস চক্রবর্তী। তিনি জানান কেন্দ্রে বিজেপি সরকার সমস্ত জিনিসপত্রের দাম বাড়াবার সাথে সরকারি শিল্পসংস্থাকে বেসরকারিকরণ করছে। ধর্মের নামে ভেদাভেদ করে দেশটাকে খন্ডিত করে দিতে চাইছে কেন্দ্র সরকারের স্বৈরাচারী মনোভাবের বিরুদ্ধে সমগ্র শ্রমিক সংঘটনের পক্ষ থেকে যৌথমঞ্চের ডাকে বিক্ষোভ কর্মসূচি পালন করা হচ্ছে।