দুর্গাপুরে সরকারী হাসপাতালের সিসিইউ বিভাগে চন্দ্রবোড়া, আতঙ্ক
আমার কথা, দুর্গাপুর, ১০ নভেম্বর:
একদিকে যখন ঢেলে সাজানো চলছে শহরের একমাত্র সরকারী হাসপাতাল, তখন অন্যদিকে ওই হাসপাতালে তৈরী হয়েছে আতঙ্কের বাতাবরণ। খোদ সিসিইউ বিভাগের ভিতর আনাগোনা চলছে বিষধর সাপের। এর আগে জরুরাই বিভাগের সামনে বিষধরদের ঘুরতে দেখা গিয়েছিল। এবার একেবারে সিসিইউ এর ভেতরে। ফলে হাসপাতালে রোগীদের মধ্যে তৈরী হয়েছে আতঙ্ক।
দুর্গাপুর মহকুমা হাসপাতালের একটি সূত্রে জানা গেছে, রবিবার বেলা ১১টা ৩০ নাগাদ একটি সাপ ক্রিটিক্যাল কেয়ার ইউনিটের ভেতর ঢুকে যায়। সেই বিভাগে চিকিৎসাধীন ছিল অনেক রোগীও। এই সাপকে ঘিরে চিকিৎসক নার্স ও রোগীদের মধ্যে আলোড়ন পড়ে যায়। যদিও বিষধর বিষধর নাকি নির্বিষ সে নিয়েও উঠছে প্রশ্ন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় সর্পপ্রেমী দেবাশীষ মজুমদার ও নিউ টাউনশিপ থানার পুলিশ। সাপটিকে কোনরকমে ওই বিভাগের চিকিৎসকদের রুমের সামনে থেকে উদ্ধার করে। কয়েক মাস আগে দুর্গাপুর মহকুমা হাসপাতালের জরুরী বিভাগের সামনে বিষধর চন্দ্রবোড়া সাপকে অবাধে ঘোরাফেরা করতে দেখা গিয়েছিল। যাকে ঘিরে চরম আতঙ্ক ছড়িয়েছিল। সেই সাপটিকে বাইকের চাকায় এবং স্ট্যান্ডেও উঠতে দেখা গেছিল। দুর্গাপুর মহকুমা হাসপাতালের পিছন দিক এবং জরুরী বিভাগের আশপাশে আগাছায় ভর্তি। সেখান থেকেই এই বিষধর সাপেদের আনাগোনা বারে হাসপাতাল চত্বরে। হাসপাতালে আসা শয়ে শয়ে রোগীর পরিবার এখন প্রশ্ন তুলছেন এইভাবে সাপেদের অবাধ বিচরণ হলে তাদের আর রোগীদের নিরাপত্তা দেবে কে। প্রথমে সিসিইউ এর সাপ ঢোকার ব্যাপারটি অস্বীকার করলেও পরে মহকুমা হাসপাতালের সুপার ডাক্তার ধীমান মন্ডল বলেন বাড়তি নজরদারি চালানো হবে গোটা হাসপাতাল জুড়ে।