পলাশডিহায় আদিবাসীদের পাশে থাকার প্রতিশ্রুতি মন্ত্রীর
আমার কথা, দুর্গাপুর, ৯ আগস্ট:
আদিবাসী অধ্যুষিত পলাশডিহা এলাকায় ডিএসপির উচ্ছেদ নোটিশ কেন্দ্র করে আতঙ্কে রয়েছেন এলাকাবাসীরা। বিশ্ব আদিবাসী দিবসে আদিবাসীদের পাশে থাকার আশ্বাস দিলেন রাজ্যের গ্রাম উন্নয়ন ও পঞ্চায়েত মন্ত্রী প্রদীপ মজুমদার।
দুর্গাপুরের সিটি সেন্টারে মিছিল করে পলাশডিহায় পন্ডিত রঘুনাথ মুর্মু ময়দানে বিশ্ব আদিবাসী দিবস উদযাপন করা হয়।আজ বিশ্ব আদিবাসী দিবস আর এই উপলক্ষ্যে রাজ্যের নানা প্রান্তে সরকারের ঐকান্তিক ইচ্ছায় নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়। ব্যাতিক্রম নয় শহর দুর্গাপুরও। এই দিনে ভারত ছাড়ো আন্দোলনের ডাক দিয়েছিলেন জাতির জনক মহাত্মা গান্ধী, আবার এদিন রাষ্ট্রপুঞ্জের ঘোষিত বিশ্ব আদিবাসী দিবসও। এই,বিশ্ব আদিবাসী দিবসে “পশ্চিম বর্ধমান জেলা আদিবাসী গাওতা ” আয়োজিত দুর্গাপুর ৩২নং ওয়ার্ডে,এক অনুষ্ঠানে পঞ্চায়েত ও গ্রাম উন্নয়ন মন্ত্রী প্রদীপ মজুমদার উপস্থিত ছিলেন। এছাডাও উপস্থিত ছিলেন সংগঠনের রাজ্য সভাপতি সুনীল সোরেন, প্রাক্তন বিধায়ক বিশ্বনাথ পারিয়াল, প্রশাসক মণ্ডলীর সদস্য ধর্মেন্দ্র যাদব, রাখী তেওয়ারি, ২নং ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি উজ্জ্বল মুখোপাধ্যায়, ব্লক যুব সভাপতি রাজু সিং, প্রাক্তন পৌর পিতা মানস রায়, পল্লব নাগ প্রমুখ। সভাটি পরিচালনা করেন পশ্চিম বর্ধমান জেলা আদিবাসী গাঁওতা সভাপতি নরেন টুডু ও শ্যামল মুর্মু।