পানীয় জল, পরিকাঠামো উন্নয়ণে জোরের প্রতিশ্রুতি প্রধান সভাপতিদের
আমার কথা, অন্ডাল, ১৬ আগস্ট:
পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতির বোর্ড গঠনের পর উন্নয়নের কাজে গতি আনার কথা জানালেন পঞ্চায়েতের নতুন প্রধান, সমিতির সভাপতিরা। কেউ বললেন জলের সমস্যা, আবার কেউ জানালেন কাঠামো উন্নয়নে গুরুত্ব দেওয়ার কথা।
সম্প্রতি সম্পূর্ণ হয়েছে ত্রিস্তর গ্রাম পঞ্চায়েতের পঞ্চায়েত ও পঞ্চায়েত সমিতির বোর্ড গঠন। নির্বাচিত হয়েছেন পঞ্চায়েত প্রধান ও পঞ্চায়েত সমিতির সভাপতিরা। দায়িত্ব পাওয়ার পর তারা জানালেন এবার উন্নয়নের কাজে জোর দেওয়ার কথা। অন্ডাল ব্লকের উখরা গ্রাম পঞ্চায়েত প্রধান মনোনীত হয়েছেন মিনা কোলে। তিনি জানান উখরা গ্রাম পঞ্চায়েত এলাকায় দীর্ঘদিনের সমস্যা ছিল পানীয় জলের। বিগত ১০ বছরে পরিস্থিতির অনেকটাই উন্নত হয়েছে। প্রতিটি পাড়াতে এমন কি বাড়ি বাড়ি পৌঁছেছে সরকারি জলের কল। তবে এখনো কয়েকটি জায়গায় জল সরবরাহ নিয়ে সমস্যা আছে। সেই কাজগুলি দ্রুত শেষ করতে হবে বলে জানান মিনা দেবী। পাশাপাশি তিনি বলেন উখরা আনন্দমোড়ে পানীয় জলের নতুন রিজার্ভার নির্মাণের কাজ চলছে। রিজার্ভারের কাজ সম্পূর্ণ হলে জলের সমস্যা পুরোপুরি মিটবে বলে আশা প্রকাশ করেন মিনা দেবী।
দক্ষিণখণ্ড গ্রাম পঞ্চায়েতের নবনির্বাচিত প্রধান অনন্ত ঘোষ জানান নির্বাচিত সব সদস্যদের সাথে আলাপ আলোচনা করে উন্নয়নের কাজগুলিকে চিহ্নিত করব। তালিকা তৈরি করে অগ্রাধিকারের ভিত্তিতে উন্নয়নের কাজ করার কথা জানান অনন্ত বাবু। পাশাপাশি তিনি বলেন দক্ষিণখন্ড গ্রামে পানীয় জলের কিছু সমস্যা আছে। দ্রুত সেই সমস্যার সমাধানকে অগ্রাধিকার দেওয়া হবে বলে জানান অনন্ত বাবু।
পাণ্ডবেশ্বর পঞ্চায়েত সমিতির নতুন সভাপতি রমা রুইদাস বলেন এলাকার বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তীর উদ্যোগে পাণ্ডবেশ্বর নতুন করে সেজে উঠছে। জাতীয় সড়কের উপর ফ্লাইওভার নির্মাণের কাজ চলছে। তৈরি হয়েছে অটো হাব। পাণ্ডবেশ্বরবাসীকে উন্নত পরিষেবা দেওয়াই আমাদের লক্ষ্য বলে জানান রমা দেবী। পাশাপাশি তিনি জানান এলাকার উন্নয়নে স্থানীয় বিশিষ্টজনদেরও যুক্ত করা ও তাদের পরামর্শ নেওয়া হবে।