নিরাপত্তারক্ষীর অসুস্থতাকে কেন্দ্র করে করোনার আতঙ্ক ছড়ালো ঝাঁঝরা এরিয়া দপ্তরে

আমার কথা, পশ্চিম বর্ধমান, ২০জুলাইঃ
দপ্তরে কাজ করতে করতে অসুস্থ হয়ে পড়ায় সেই ব্যাক্তি করোনায় আক্রান্ত হয়েছেন এই অনুমানে আতঙ্ক ছড়ালো ফরিদপুর(লাউদোহা) থানার অন্তর্গত ইসিএলের ঝাঁঝরা এরিয়া অফিসে।
জানা গেছে, ওই দপ্তরে বিরাপত্তারক্ষী হিসেবে কাজ করেন উড়িষ্যার বাসিন্দা প্রনব নাহাক নামে ওই ব্যাক্তি। দিন কয়েক আগে তিনি সপরিবারে উড়িষ্যায় নিজের বাড়িতে গেছিলেন। সেখান থেকে ফিরেই পরের দিন তিনি দপ্তরে কাজে যোগ দেন। এরপর গতকাল রবিবার তিনি দপ্তরে অসুস্থতা বোধ করেন। শুধু তাই নয় প্রণবাবুর পরিবারের দুজন সদস্যের মধ্যেও জ্বরের উপসর্গ রয়েছে। এরপর বিষয়টি জানাজানি হতেই আতঙ্ক ছড়ায় ওই দপ্তরের সকলের মধ্যে।
ওই দপ্তরেই কর্মরত সুব্রত মন্ডল জানান যে, প্রণববাবু উড়িষ্যা থেকে ফিরে যে কোয়ারেন্তাইন না থেকেই কাজে যোগ দিয়েছিলেন তা আমাদের জানা ছিল না। স্বাস্থ্যবিধি না মেনেই তিনি কাজে যোগ দেন। এক্ষেত্রে কর্তৃপক্ষও দায় এরিয়ে যেতে পারেন না।”
পাশপাশি শ্রমিক নেতা উদয় অধিকারী বলেন যে, একজনের গাফিলতির জন্য অফিসের সমস্ত কমীর মধ্যে আতঙ্ক ছড়িয়েছে । কোন কর্মীর কিছু হলে তার দায় কর্তৃপক্ষকে নিতে হবে বলে জানান তিনি।
এদিকে আতঙ্কের জেরে বেলা ১টা পর্যন্ত্য দপ্তরের কর্মীরা গেটের বাইরে দাঁড়িয়ে থাকেন। গোটা দপ্তর জীবানুমুক্ত করার দাবি জানান তাঁরা। পরে কর্তৃপক্ষের তরফে পুরো দপ্তরকে জীবানুনুক্ত করতে স্প্রে করা হলে তারপর কাজে যোগ দেন তাঁরা।