দাবি না মিটলে পালস পোলিও কর্মসূচী বয়কটের হুঁশিয়ারী আশাকর্মীদের
আমার কথা, অন্ডাল, ১ মার্চ:
একগুচ্ছ দাবিতে দুর্গাপুর ফরিদপুর ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে কর্মবিরতি কর্মসূচি পালন করলো আশা কর্মীরা । এদিন স্বাস্থ্যকেন্দ্র চত্বরেই তারা এই কর্মসূচি করে । আশা কর্মীরা কাজে যোগ না দেওয়াই একদিন স্বাস্থ্য পরিষেবা ব্যাহত হয় । আশা কর্মীদের পক্ষে মৌসুমী রায় চৌধুরী জানান মাসিক ভাতা বৃদ্ধি ,ঘোষণা মত আশা কর্মীদের এন্ড্রয়েড মোবাইল ফোন দেওয়া, ইনসেনটিভ এর টাকা ভাগ না করে একসাথে প্রদান, অতিরিক্ত কাজের জন্য উপযুক্ত ভাতা, পালস্ পোলিও, ফাইলেরিয়া ইত্যাদি কাজের জন্য ভাতা বৃদ্ধি এইসব দাবিতেই কর্মবিরতি বলে জানান তিনি । পাশাপাশি তিনি বলেন দ্রুত দাবি গুলি না মিটলে আগামী দিনে পালস পোলিও প্রদান কর্মসূচিতেও তারা যোগ দেবেন না ।