অন্ডালে জলের দাবিতে পরিবহন আটকে বিক্ষোভ
আমার কথা, পশ্চিম বর্ধমান(অন্ডাল), ২এপ্রিলঃ
এলাকায় দেখা দিয়েছে জলের চরম সঙ্কট । ইসিএলের পক্ষ থেকে পর্যাপ্ত জল সরবরাহ করা হচ্ছে না, এই অভিযোগে সংস্থার পরিবহন আটকে বিক্ষোভ দেখালো তৃণমূল সমর্থকরা । ঘটনাটি কাজোরা এলাকার ।
শুক্রবার সকাল ন’টায় কাজোরা- বহুলা রোডের স্টেট ব্যাংক সংলগ্ন রাস্তায় পরিবহন আটকে বিক্ষোভ শুরু হয় । তৃণমূলের অভিযোগ গরম পড়তেই এলাকায় দেখা দিয়েছে জলের সংকট । পুকুর, কুঁয়োর জল স্তর নেমে গেছে । প্রতিবছর গরমের সময় ইসিএলের পক্ষ থেকে এলাকায় পানীয় জল সরবরাহ করা হয় ট্যাঙ্কারের মাধ্যমে । এবার পর্যাপ্ত পরিমান জল সংস্থা দিচ্ছে না বলে অভিযোগ তাদের । তৃণমূল নেতা মলয় চক্রবর্তী জানান অন্যান্য বছর ইসিএলের পক্ষ থেকে প্রতিদিন কুড়ি ট্যাঙ্কার জল পাঠানো হতো গ্রামে । এবার তার পরিবর্তে বরাদ্দ করা হয়েছে মাত্র আট ট্যাঙ্কার জল । ফলে জল পাচ্ছেনা অনেকেই । প্রতিদিন কুড়ি ট্যাংকার করে জল দিতে হবে বলে দাবি করেন মলয় বাবু । তার আরো অভিযোগ এই রাস্তা দিয়ে প্রতিদিন ইসিএলের কয়লা বোঝাই ভারি গাড়ি যাতায়াত করে । ফলে একদিকে যেমন রাস্তার ক্ষতি হচ্ছে তেমনি দূষন ছড়াচ্ছে এলাকায় । যানজটের কারণে বাসিন্দাদের সমস্যার সম্মুখীন হতে হয় প্রতিদিন । দিনের একটা নির্দিষ্ট সময়ে কয়লা পরিবহন করা হোক বলে দাবি করেন তিনি । প্রায় ঘণ্টা তিনেক পর সংস্থার প্রতিশ্রুতি ও পুলিশের মধ্যস্থতায় বিক্ষোভ ওঠে ।